নয়াদিল্লি: ভয়াবহতা কাটিয়ে বেরিয়ে এসেছে পৃথিবী। মোটামুটি স্বাভাবিক হয়ে উঠেছে চারপাশ। তার মধ্যেই ফের আশঙ্কার বাণী শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থ (WHO)। পরবর্তী অতিমারির জন্য এখন থেকেই প্রস্তুতি সেরে রাখা ভাল বলে জানালেন WHO প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। নোভেল করোনাভাইরাসের জেরে উদ্ভুত অতিমারির পরিস্থিতির তুলনায় আগামী অতিমারি ঢের বেশি ভয়ঙ্কর হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করলেন তিনি (Next Pandemic)। 


সাংবাদিক বৈঠক করে পরবর্তী অতিমারি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন WHO প্রধান। তিনি বলেন, "কোভিড শেষ হয়েছে মানেই বিশ্ব জুড়ে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থায় ইতি পড়েছে ভাবার কোনও কারণ নেই। আরও একটি প্রজাতির জাল বিস্তার করছে। তাতে নতুন করে বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু। বরং নতুন যে প্যাথোজেনের হদিশ মিলেছে, তা আরও মারাত্মক।"


ইতিমধ্যেই ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে এই সংক্রান্ত বিশদ রিপোর্ট উত্থাপন করা হয়েছে। সম্ভাব্য ওই অতিমারির মোকাবিলা করতে হলে গোটা বিশ্বকে একজোট হতে হবে এবং দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে বলে মত WHO-র। সংগঠনের প্রধান বলেন, "পরবর্তী অতিমারি দরজায় এসে টোকা মারার আগেই সবরকম ভাবে তৈরি থাকতে হবে আমাদের।"


আরও পড়ুন: Piyali Basak: হাতে-পায়ে তুষারক্ষত, মাকালু জয়ের পর অসুস্থ পিয়ালি, ভর্তি কাঠমান্ডুর হাসপাতালে


করোনায় শুধুমাত্র স্বাস্থ্যক্ষেত্রেই নয়, গোটা বিশ্বের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও একটি অতিমারি নেমে এলে এবং তা ঠেকানো না গেলে, বিপর্যয় আটকানো যাবে না বলে মত WHO-র। ঝুঁকিপূর্ণ মোট নয়টি রোগকে আপাতত চিহ্নিত করেছে তারা। এই মুহূর্তে সেগুলি সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। ওই নয়টি রোগের চিকিৎসার তেমন ব্যবস্থা না থাকাতেই পরিস্থিতি বেগতিক হতে পারে বলে আশঙ্কা।


এই মুহূর্তে জেনিভায় ১০ দিন ব্যাপী বিশ্ব স্বাস্থ্য সমাবেশ চলছে, কাকতালীয় ভাবে যার সঙ্গে মিলে গিয়েছে WHO-র ৭৫তম পূর্তিও। স্বাস্থ্যক্ষেত্রে আগামী দিনে কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সকলকে, সম্ভাব্য় অতিমারি পরিস্থিতি, পোলিও মুক্ত বিশ্ব-সহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে যে স্বাস্থ্য়সঙ্কট দেখা দিয়েছে, তা নিয়ে বিশগ আলোচনা চলছে সেখানে। বিশ্বের ৩০০ কোটি নাগরিককে সরাসরি বিনামূল্যের স্বাস্থ্য পরিষেবার অন্তর্ভুক্ত করতে ২০১৭ সালেই সুপারিশ করেছিল WHO. সেই লক্ষ্যকে সামনে রেখে আপাতত ১০০ কোটি মানুষকে সরাসরি বিনামূল্যের স্বাস্থ্য পরিষেবার আওতায় আনার পক্ষে সওয়াল করে তারা।