নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠছে লাগাতার। সেই নিয়ে এবার সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লোকসভা নির্বাচনের ঠিক আগেই কেজরিওয়ালকে গ্রেফতার করা হল কেন, ED-কে প্রশ্ন করল দেশের শীর্ষ আদালত। ED-র হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আগেই আদালতে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। (Arvind Kejriwal Arrest)


মঙ্গলবার কেজরিওয়ালের আবেদনের শুনানি চলছিল আদালতে। সেই সময় বিচারপতি সঞ্জীব খন্নার প্রশ্নের মুখে পড়ে ED. বিচারপতি বলেন, "স্বাধীনতা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা অস্বীকার করতে পারবেন না কেউ। গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন উঠছে। লোকসভা নির্বাচনের ঠিক আগে কেন গ্রেফতার করা হল, জবাব চাওয়া হচ্ছে।" তদন্ত প্রক্রিয়া শুরু করা থেকে গ্রেফতারির মধ্যে যে সময়ের ব্যবধান, তা নিয়েশুক্রবারের মধ্যে জবাব চাওয়া হয়েছে ED-র কাছ থেকে। (Supreme Court)


কেজরিওয়ালের গ্রেফতারির সময়কাল নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, উপযুক্ত আইনি প্রক্রিয়া ছাড়া কারও বিরুদ্ধে অপরাধ মামলার সংক্রান্ত পদক্ষেপ করা আদৌ সম্ভব কি না, তাও ED-র কাছে জানতে চায় আদালত। বিচারপতি খন্না বলেন, "এই মামলায় কোনও সংযুক্ত পদক্ষেপ করা হয়নি। যদি তা করা হয়ে থাকে, তাহলে কেজরিওয়াল তাতে যুক্ত বলে দেখান। বলুন, নির্বাচনের ঠিক আগে কেন গ্রেফতার করা হল?" এর আগে, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার মামলাতেও কেজরিওয়াল সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছিল বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু সেই তথ্য হাতে পাওয়া যায়নি বলেও এদিন মন্তব্য করে আদালত। 


আরও পড়ুন: AstraZeneca Vaccine Side Effect: আশঙ্কায় সিলমোহর, করোনা-টিকায় বিরল রোগ, ভারতীয়দের ঝুঁকি কতটা


এদিন কেজরিওয়ালের হয়ে আদালতে সওয়াল করছিলেন অভিষেক মনু সিঙ্ঘভি। আদালতে তিনি জানান, ED-র হাতে অপরাধ সংক্রান্ত কোনও তথ্যপ্রমাণ নেই। কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় যুক্ত বলে প্রমাণই দেখাতে পারেনি তারা। আগামী ৩ মে এই মামলার পরবর্তী শুনানি। তার আগে, ৩ মে-র মধ্যে জবাব দিতে বলা হয়েছে ED-কে। 


গত ২১ মে দিল্লির বাসভবন থেকে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। ১ এপ্রিল থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন তিনি। ৭ মে পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। এর আগে, দিল্লি হাইকোর্ট যদিও কেজরিওয়ালের গ্রেফতারিতে বেআইনি কিছু দেখতে পায়নি, কিন্তু সুপ্রিম কোর্ট এদিন গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন তুলল, যা নিয়ে লাগাতার সুর চড়িয়ে আসছে আম আদমি পার্টি-সহ অন্য বিজেপি-বিরোধী দলগুলি। লোকসভা নির্বাচনের মুখে কেজরিওয়ালের প্রচার আটকাতেই এমন পদক্ষেপ বলে অভিযোগ তাদের।