মুম্বই: টুইটারে সদস্য প্রয়াত ইরফান খান ও ঋষি কপূরের একটি ছবি শেয়ার করে শোকপ্রকাশ করলেন বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে সৌরভ লিখেছেন, একটাই জীবন, সেটা সম্পূর্ণভাবে আনন্দের সঙ্গে যাপন কর, আর কোনও কিছুর মূল্য নেই.. শুধু একটাই কথা.. তোমাদের দুজনকেই মিস করব।
দেখুন তাঁর টুইট