তেওয়ারি আরেকটি ট্যুইটে কেন্দ্রের এনডিএ সরকারকে নিশানা করে বলেন, সবাই পাকিস্তানের কব্জা থেকে পাক অধিকৃত কাশ্মীর, গিলগিট-বালটিস্তান ফেরত্ নেওয়ার কথা বলছে, কিন্তু শাসক জোটের একজনেরও এটা বলার হিম্মত নেই যে, আমরা চিনের দখল থেকে আকসাই-চিন ছিনিয়ে নেব, যা ১৯৬৩ সালে ওদের হাতে বেআইনি ভাবে তুলে দিয়েছিল পাকিস্তান। দেশের প্রধানমন্ত্রী শি-র সামনে আকসাই চিন ফেরত দেওয়ার দাবি করবেন কি?
গতকালই পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দেন, চিনের কাশ্মীরের পরিস্থিতির দিকে খেয়াল আছে। চিনা সরকার নিয়ন্ত্রিত চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক তাঁকে উদ্ধৃত করে আরও বলে, পাকিস্তানের ন্যয্য স্বার্থরক্ষার প্রশ্নে চিন তার পাশে রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষ শান্তিপূর্ণ আলোচনার রাস্তায় সমস্যা মিটিয়ে নেবে বলেও আশা করে চিন।
শি-র পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলোচনার কথা জানার পর গতকালই তীব্র প্রতিক্রিয়া দিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার বলেন, শি ও খানের বৈঠক সংক্রান্ত খবর আমাদের নজরে এসেছে। খবরে কাশ্মীর নিয়ে আলোচনার কথাও আছে। ভারতের বরাবরের স্পষ্ট, ধারাবাহিক অবস্থান হল, জম্মু ও কাশ্মীর তার অবিচ্ছেদ্য অংশ। চিন এই অবস্থান ভাল করেই জানে। ভারতের ঘরোয়া ব্যাপারে অন্যদের মন্তব্য করার কথাই নয়।