নয়াদিল্লি: বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন এম সি মেরি কম। তিনি চলতি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটি তাঁর অষ্টম পদক। তিনিই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফলতম বক্সার।


৫১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ভ্যালেন্সিয়া ভিক্টোরিয়াকে ৫-০ উড়িয়ে দিয়ে শেষ চারে পৌঁছে গিয়েছেন মেরি কম। এই প্রথম তিনি ৫১ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন। এর আগে ৫১ কেজি বিভাগে তাঁর সেরা পারফরম্যান্স ছিল শেষ আটে ওঠা। নিজের রেকর্ডই উন্নত করলেন তিনি। শনিবার সেমিফাইনালে মণিপুরের এই বক্সারের প্রতিপক্ষ তুরস্কের চাকিরগলু বুসেনাজ।

বক্সিং কেরিয়ারে চমকপ্রদ সাফল্য পেয়েছেন মেরি কম। ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জ জেতা ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬ বার চ্যাম্পিয়ন এবং একবার রানার আপ হয়েছেন তিনি। পাঁচবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাও তাঁর ঝুলিতে রয়েছে। তাঁর সামনে ফের বিশ্বসেরা হওয়ার হাতছানি।