নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই লকডাউন সমর্থন করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের করা সবরকম পদক্ষেপ কংগ্রেস সর্বান্তঃকরণে সমর্থন করবে। এই পরিস্থিতিতে ৬ মাসের জন্য সমস্ত ইএমআই মকুব করারও আবেদন করেছেন তিনি।


সনিয়া লিখেছেন, এই অনিশ্চয়তার মুহূর্তে আমাদের সকলকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে, দেশের প্রতি, মানবতার প্রতি নিজেদের কর্তব্য পালন করতে হবে। সরকারের প্রতিটি পদক্ষেপ সমর্থন করবে কংগ্রেস, সবরকম সহযোগিতা করবে। এই পরিস্থিতিতে ৬ মাসের জন্য সব ইএমআই মকুব করা হোক, ব্যাঙ্কগুলি যেন এই সময় ঋণের ওপর সুদ না নেয়। এছাড়া দিনমজুর, ১০০ দিনের কর্মী, কারখানা কর্মী, নির্মাণ কর্মী, চাষী ও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের অ্যাকাউন্টে হোক ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার। পরামর্শ সনিয়ার। দরিদ্রদের ন্যূনতম আর্থিক সাহায্যের জন্য তাঁর দলের প্রস্তাবিত ন্যায় প্রকল্প কার্যকর করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

এছাড়া প্রতিটি জন ধন অ্যাকাউন্টে ৭,৫০০ টাকা করে ক্যাশ ট্রান্সফার করা যেতে পারে, এই পরিমাণ টাকা দেওয়া যেতে পারে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা অ্যাকাউন্টে, বয়স্ক, বিধবা, শারীরিকভাবে অক্ষম, ১০০ দিনের কর্মীদের অ্যাকাউন্টে, যাতে তাঁরা স্বচ্ছন্দে এই ২১ দিন কাটাতে পারেন। যাঁদের কাছে রেশন কার্ড রয়েছে, তাঁদের প্রত্যেককে বিনা মূল্যে ১০ কেজি চাল বা গম দেওয়ার পরামর্শও দিয়েছেন সনিয়া। করোনা কোন এলাকায় বেশি প্রভাব ফেলেছে বিচার করে এলাকাভিত্তিক ত্রাণ প্যাকেজ দেওয়ার কথা বলেছেন তিনি।