সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ: হিংসায় প্ররোচনা দেওয়া লোকজনের সম্পত্তি বাজেয়াপ্ত, নিলাম করে ‘বদলা’ নেব, হুঁশিয়ারি আদিত্যনাথের

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভের নামে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বামেরা গোটা দেশে আগুন জ্বালিয়েছে বলে তোপ দেগে তিনি বলেন, গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই।

Continues below advertisement
লখনউ: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে লখনউ, সম্বল সহ উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গা। বাসে, গাড়িতে আগুন লাগানো হয়েছে। থানা জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যারা হিংসায় ইন্ধন দিয়েছে, তাদের সম্পত্তি নিলামে বেচে সরকারি সম্পত্তির লোকসান পুষিয়ে দেওয়া হবে। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, লখনউ, সম্বল হিংসায় অশান্ত হয়েছে। আমরা কঠোর হাতে এর মোকাবিলা করব। যারা সরকারি সম্পত্তি নষ্ট করায় যুক্ত, তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে লোকসান, ক্ষতিপূরণের জন্য। তাদের ছবি ভিডিওতে উঠেছে, সিসিটিভি ফুটেজও আছে। আমরা ওদের বিরুদ্ধে ‘বদলা’ নেব। নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভের নামে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বামেরা গোটা দেশে আগুন জ্বালিয়েছে বলে তোপ দেগে তিনি বলেন, গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। এদিন লখনউ, আলিগড়, সম্বল, মউ, আজমগড়ে তুমুল অশান্তি হয়। বিক্ষোভকারীর ইট-পাথর ছোড়ে, গাড়িতে আগুন লাগায়। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। একাধিক স্থানে দিনের বেশ কিছুটা সময় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়। গোটা রাজ্যে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে ৮ নভেম্বর থেকে। বিনা অনুমতিতে কোনও জমায়েত, বিক্ষোভ প্রদর্শন চলবে না বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, বিক্ষোভের নামে হিংসা বরদাস্ত করা যায় না। আমি অফিসারদের সঙ্গে কথা বলেছি, সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তা সুনিশ্চিত করা হবে। হিংসায় যারা জড়িত, তাদের কঠোর হাতে মোকাবিলা করব। মানুষের কাছে ‘উপেক্ষিত’ বিরোধীরা সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে ভুল প্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। দাবি করেন, এই আইন কোনও ধর্ম বা সমাজের কোনও অংশের বিরুদ্ধে নয়। অন্য দেশ থেকে আসা উদ্বাস্তুদের নিরাপত্তা দিতে, সাহায্য করতেই এই আইন।
Continues below advertisement
Sponsored Links by Taboola