কলকাতা: কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে! কিন্তু, মাঘ মাস পড়ার আগেই তো শীত ফুসমন্তর। উত্তুরে হাওয়ার জায়গায় যেন দখিনা বাতাস। শীতেই যেন বসন্ত এসে গেছে। পৌষের মাঝামাঝি সময় থেকেই তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তবে, আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। মকর সংক্রান্তির আগে রাজ্যে ফের ফিরছে শীত।
আগামীকাল থেকেই রাজ্যে ফিরছে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মকর সংক্রান্তিতে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে, তৃতীয়স্থানে ২০২১। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমার সম্ভাবনা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা, গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে তৃতীয় স্থানে। এর আগে, ২০১৭-র ২৬ জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ২০১২ সালের ১ জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে সর্বকালীন রেকর্ড ১৯৭৩-এ। সে বছর জানুয়ারিতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
আবাহাওয়া দফতর আগেই জানিয়েছিল, মকর সংক্রান্তির আগেই ফিরবে শীত। জানুয়ারি মাসের শুরু থেকেই জম্মু-কাশ্মীরে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগর থেকে আসা পূবালি হাওয়ার সঙ্গে সংঘাতের জেরে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা সৃষ্টি হয়েছে। সেই কারণেই বাড়তে শুরু করে তাপমাত্রা। পৌষেই যেন মেলে যেন ফাগের ছোঁয়া। আবহাওয়ার এই বেখেয়ালি মনোভাবে ভরা পৌষেই এবার বসন্তের স্বাদ পেতে শুরু করেন শহরবাসী। এবার তার সমাপ্তি ঘটতে চলেছে। এমন আশার আলো দেখাচ্ছে হাওয়া অফিস।