কলকাতা: মাঝ আকাশে প্রসব যন্ত্রণা। উড়ানেই প্রসব। মাসকট থেকে ব্যাঙ্কক যাওয়ার পথে, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের। হাসপাতালে ভর্তি মা ও শিশু। হাসপাতাল সূত্রে খবর, ওমানের মাসকট থেকে ব্যাঙ্কক যাচ্ছিল কাতার এয়ারওয়েজের বিমানটি। বিমানেই প্রসব যন্ত্রণা শুরু হয় তাইল্যান্ডের বাসিন্দা ২৩ বছরের তরুণীর। বিমানেই শিশুর জন্ম দেন তিনি। রাত ৩টে নাগাদ জরুরি ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে কাতার এয়ারওয়েজের বিমানটি। ভোর ৪টে নাগাদ মা ও শিশুকে চার্নক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, দু’ জনের অবস্থাই স্থিতিশীল।
মাঝ আকাশে প্রসব যন্ত্রণা, উড়ানেই সন্তানের জন্ম মহিলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2020 08:31 AM (IST)
ওমানের মাসকট থেকে ব্যাঙ্কক যাচ্ছিল কাতার এয়ারওয়েজের বিমানটি।
কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ কাতার এয়ারওয়েজের বিমানটির।
মা ও শিশুকে চার্নক হাসপাতালে ভর্তি করা হয়, দু’ জনের অবস্থাই স্থিতিশীল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -