পোশাক চুরির অভিযোগ, বসিরহাটে লাইটপোস্টে বেঁধে মহিলাকে গণপিটুনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Feb 2020 11:23 AM (IST)
খবর পেয়ে তাঁকে উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ।
বসিরহাট: দোকান থেকে পোশাক চুরির অভিযোগে বসিরহাটের ভ্যাবলায় এক মহিলাকে লাইটপোস্টে বেঁধে গণপিটুনি দেওয়া হল। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ। অভিযোগ, আজ সকালে ভ্যাবলা পাইকারি হাটে দোকান থেকে পোশাক চুরি করেন ওই মহিলা। তাঁকে ধরে ফেলেন ব্যবসায়ীরা। লাইটপোস্টে বেঁধে শুরু হয় গণপিটুনি। আহত মহিলাকে বসিরহাট পুলিশ উদ্ধার করেছে।