রাণা দাস, কালনা(পূর্ব বর্ধমান) : এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল স্বামীর বন্ধুদের বিরুদ্ধে। অভিযোগ, স্বামীকে জুয়া খেলতে যেতে না দেওয়ায় তাঁকে মারধর করা হয়েছে। পাশাপাশি ভাঙচুর চালানো হয় তাঁদের বাড়িতে। ভেঙে দেওয়া হয়েছে চার চাকা গাড়ি। ঘটনাটি নিয়ে কালনা থানায় স্বামীর বন্ধুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।


কালনার তালবোনা গ্রামে বছর পঁয়ত্রিশ ওই যুবকের স্ত্রী ও চার বছরের মেয়েকে নিয়ে সুখের সংসার। বর্ধমানে একটি বেসরকারি কোম্পানিতে গাড়ি চালান তিনি। বন্ধুদের সাথে আড্ডা বা কোনও নেশায় থাকতেন না ওই যুবক। ছুটিতে বাড়িতে এসে পরিবারকে নিয়ে তাঁর দিন কাটত। লকডাউনের পর চলে আসেন গ্রামের বাড়িতে । সেই সময় তাঁর শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে স্ত্রী এক মাসের জন্য মালদা চলে যান। 


অভিযোগ, এরপরে ওই যুবক বেশ কয়েকজন বন্ধুর খপ্পড়ে পড়েন। তাঁদের সঙ্গে শুরু করেন মদ্যপান এবং চলে জুয়ার ঠেকে আড্ডা। 


কয়েকদিন আগে কয়েকজন প্রতিবেশী তাঁর স্ত্রীকে ফোন করে পুরো বিষয়টি জানান। এর পরে তাঁর স্ত্রী ফোনে স্বামীকে বন্ধুদের সঙ্গে মিশতে বারণ করেন। তবে তাতেও কোনও লাভ হয়নি বলে স্থানীয়দের একাংশের কাছে জানা গিয়েছে। স্ত্রী জানতে পারেন যে, জুয়া খেলে তাঁর স্বামী নতুন বাইক, শ্বশুরবাড়ি থেকে দেওয়া সোনার আংটি, গলার চেন- সবই বিক্রি করে দিয়েছেন। 


এরপর স্ত্রী আর দেরি করেননি। তড়িঘড়ি আজ ফিরে আসেন গ্রামের শ্বশুরবাড়িতে। ফিরে এসেই স্বামীকে স্পষ্ট জানিয়ে দেন যে, বন্ধুদের সঙ্গে আর মেশা যাবে না। ওরা ডাকতে এলেও  বেরোনো যাবে না । সকাল থেকে বন্ধুরা তাঁকে(যুবককে) দেখতে না পেয়ে দুপুর দেড়টার সময় দুই বন্ধু বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে । ওই মহিলা ঘর থেকে বেরিয়ে এসে জানিয়ে দেন , স্বামী ঘুমাচ্ছে। তাছাড়া আর তাদের সঙ্গে যাবে না ।


অভিযোগ, এর পরই দুই বন্ধু গালিগালাজ শুরু করে । দরজা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকতে গেলে দরজা আটকে দাঁড়ান মহিলা । মত্ত অবস্থায় থাকা দুই বন্ধু মহিলাকে মারধর করে। তারপর তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আরও কয়েকজন বন্ধুকে ডেকে নিয়ে এসে হামলা চালানো হয় বন্ধুর বাড়িতে। বন্ধু না বেরোনোই তাঁকেও মারধর করা হয়। ভাঙচুর করা হয় বাড়ির ভিতরে। ভেঙে ফেলা হয় তাঁদের একটি চার চাকা গাড়িও। এরপরে বাড়ি থেকে যাওয়ার সময় অভিযুক্তরা শাসিয়ে যায়, বন্ধুকে যদি তাদের সাথে মিশতে না দেওয়া হয় তাহলে তাঁর স্ত্রীকে ছেড়ে কথা বলবে না তারা। 


তবে ভয় পাননি ওই মহিলা । স্বামীর বন্ধুদের বিরুদ্ধে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কালনা থানা সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।