কিন্তু এ-দেশে সরকারি উদ্যোগে যাঁরা কোয়ারেন্টিনে, কেমন আছেন তাঁরা?
সম্প্রতি দ্বারকা পুলিশ ট্রেনিং স্কুলে কোয়ারেন্টিনে থাকা এক মহিলার ট্যুইট করা ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তে। তাঁর ভিডিওতেই স্পষ্ট, কতটা অপরিষ্কার অবস্থায় আছেন তাঁরা। ট্যুইটারে প্রকাশিত ওই ভিডিওয় দেখা গেছে, কতটা সঙ্গীন অবস্থা বাথরুমের।
সেই সঙ্গে তিনি লিখেছেন, ’১৬ মার্চ দিল্লি বিমানবন্দরে এসেছিলাম স্পেন থেকে। সেখান থেকে আমায় কোয়ারেন্টিনে পাঠায়।’
তিনি আরও লিখেছেন, সেখানে ৪০ জন মানুষের জন্য আছেন মাত্র ৩টি স্নানাগার আর ৫টি বেডরুম।
ওই মহিলার অভিযোগ, যেখানে সরকার সকলকে পরিচ্ছন্ন থাকার কথা বলছেন, সেখানে সরকারি উদ্যোগে তৈরি কোয়ারেন্টিনেই এই অবস্থা।
এরকম অবস্থায় থাকলে, ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে, মত দুয়া নামের ওই মহিলার। তাঁর দাবি, সাব ডিভিশনাল ম্যানেজমেন্টকে এই ব্যাপারে জানানো হলেও, তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এর আগে চিন-ফেরত ভারতীয়দের কোয়ারেন্টিনে রাখা হয় মানেসর ক্যাম্পে। সেখানেও অবস্থা খুব একটা ভাল নয় বলে জানিয়েছিলেন সেখানে থাকা অনেকেই। পর্যাপ্ত জল ও বাথরুমের অভিযোগ উঠেছিল অনেকের তরফেই।