নয়াদিল্লি: কর্মক্ষেত্রে AI-এর ব্যবহার বাড়ছে দিন দিন। আমাদের রোজকার জীবনেও বাড়ছে AI-এর প্রয়োগ। বিশেষ করে ট্রেন্ডে গা ভাসিয়ে AI দিয়ে ছবি তৈরি করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করছেন অনেকেই। কিন্তু AI অ্যাপগুলি কতটা নিরাপদ, তা নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল। এক তরুণীর দাবি, ফুলহাতা সালোয়ার পরা একটি ছবি আপলোড করেছিলেন তিনি। সেই মতো শাড়ি পরা AI ছবিও চলে আসে। কিন্তু নিজের AI ছবি দেখে আঁতকে উঠেছেন ওই তরুণী। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন। (Google Gemini Nano Banana AI)

ঝলক ভাবনানী নামের এক তরুণী সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন, স্রোতে গা ভাসিয়ে তিনিও Google Gemini-এর ‘Banana AI Saree Trend’ ব্যবহার করে নিজের ছবি বানিয়েছিলেন। কালো চুড়িদার-ওড়না পরা ছবি আপলোড করেছিলেন। কিন্তু তার পরিবর্তে যে শাড়ি পরা ছবিটি হাতে পান, তা দেখে চমকে ওঠেন তিনি। (Viral AI Saree Trend)

ঝলক বলেন, “AI ছবিটি দেখে শিউরে উঠেছিলাম। অদ্ভুত একটা জিনিস দেখলাম। আমার শরীরের ওই জায়গায় যে তিল রয়েছে, তা Gemini জানল কী করে? ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তিলটি। খুব ভয় করছে আমার। কী ভাবে এমন হল, বুঝতে পারছি না। আপনাদের সকলকে বিষয়টি জানালাম। নিরাপদে থাকুন সকলে। সোশ্যাল মিডিয়ায় বুঝেশুনে আপলোড করুন।” 

ঝলকের দাবি আলাদা করে যাচাই করে দেখেননি এবিপি আনন্দ। তবে তাঁর আপলোড করা ছবি এবং Gemini-এর তৈরি করা ছবি, দু’টিই তুলে ধরেনেছেন ঝলক, যাতে দেখা গিয়েছে, AI ছবি তৈরির জন্য যে ছবিটি পোস্ট করেছিলেন ঝলক, সেটিতে তাঁর পরনে ছিল লম্বা হাতাওয়ালা চুড়িদার, গা ঢাকা ছিল ওড়নায়। সেটি দেখে Gemini যে AI ছবি বানিয়ে দিয়েছে, তাতে স্বচ্ছ শাড়ি ভেদ করে বাঁ হাতের ঊর্ধ্বভাগে একটি তিল দেখা যাচ্ছে। চুড়িদার পরা ছবিতে যদিও সেটি ঢাকা ছিল।

ঝলকের ওই ভিডিওটি এখনও পর্যন্ত ৭০ লক্ষ মানুষ দেখেছেন। নেটিজেনদের একাংশ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ঝলক। প্রায়শই ছবি আপলোড করেন। স্লিভলেস জামা পরা তাঁর অন্য ছবিতে তিলটি দেখা যাচ্ছে। Gemini যেহেতু Google-এর সম্পত্তি, তাই তার কাছেও ঝলকের ওই সব ছবির অ্যাকসেস রয়েছে। ফলে ঝলকের ছবিতে একেবারে নির্ভুল ভাবেই তিলটি ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ Google-এর কাছে সকলের সব তথ্য রয়েছে বলে মত নেটিজেনদের। আর তাতেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। 

Nano Banana আসলে Google Gemini App-এর একটি ইমেজ এডিটিং AI. এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছে সেটি। আর সেই আবহেই চাঞ্চল্যকর দাবি তুললেন ঝলক।