নয়াদিল্লি: সংসারে স্বামী-স্ত্রীর সমানাধিকারের প্রশ্নে একাধিক যুক্তি উঠে এসেছে। স্বামী যদি মূল উপার্জনকারী হন, সংসার সামলে রেখা স্ত্রীও কোনও অংশে তাঁর চেয়ে কম নন বলে আদালতেও সওয়াল শোনা গিয়েছে। আবার স্বামী-স্ত্রীর মধ্যে অর্থনৈতিক সামঞ্জস্যতার প্রশ্নও উঠেছে বারং বার। কিন্তু সংসারে স্বামী-স্ত্রীর বোঝাপড়া নিয়ে নয়া বিতর্ক উস্কে দিলেন ব্রিটেনের এক ইনফ্লুয়েন্সার। (Woman Tax)


ব্রিটেনের ইনফ্লুয়েন্সার ক্যামিলা ডো রোজারিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। একটি ভিডিও-তে তিনি জানিয়েছেন, স্বামী প্রতি দু'সপ্তাহ অন্তর 'Woman Tax' বাবদ টাকা দেন তাঁকে। তাঁর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। (Viral News)


'Woman Tax' কী, তা বিশদে ব্যাখাও করেছেন ক্যামিলা। ক্যামিলা জানিয়েছেন, সন্তানধারণের জন্য যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা ভোগ করেছেন তিনি, তার ক্ষতিপূরণ বাবদই টাকা দেন স্বামী।  ক্য়ামিলা জানিয়েছেন, প্রতি দু'সপ্তাহ অন্তর তাঁকে ৮৫ পাউন্ড দেন স্বামী, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯০০০ টাকা। সবমিলিয়ে বছরে তাঁকে ২৫০০ পাউন্ড দেন স্বামী, ভারতীয় মুদ্রায় যা ২ লক্ষ ৬০ হাজার টাকা প্রায়। 



ক্যামিলা জানিয়েছেন, ব্যক্তিগত খরচ-খরচা, যার মধ্যে পার্লারে যাওয়ার খর, ঋতুস্রাবের সময়কার খরচ, গর্ভাবস্থার খরচ, মাতৃত্বকালীন শখ-আহ্লাদের খরচও রয়েছে। তিনি জোর করেননি, বরং নিজে থেকে স্বামীই এই রীতি চালু করেছেন বলে জানান ক্যামিলা। তিনি জানিয়েছেন, দু'বার সি-সেকশন হয়েছে তাঁর। গর্ভাবস্থায় খুব কষ্টও পোহাতে হয়। 


ক্যামিলা জানিয়েছেন, স্বামীর থেকে ওই টাকা পেয়ে আনন্দ বাঁধ মানে না তাঁর। নিজেকে খুব সুখী মনে হয়। ক্যামিলার মতে, স্বামীই তাঁকে নিজের মূল্য বুঝতে শিখিয়েছেন। মা-বাবার মধ্যে এমন বোঝাপড়া দেখে সন্তানরাও যাতে নিজেদের গুরুত্ব অনুধাবন করেন, তা নিয়ে আশাবাদী তিনি। ক্যামিলা জানিয়েছেন, সম্পর্কে পরস্পরের যত্ন নেওয়াও সমান জরুরি। স্বামী তাঁর এত খেয়াল রাখেন, তাঁর ভাল থাকা, খারাপ থাকা স্বামীর কাছে এত গুরুত্বপূর্ণ, দেখে আরও বেশি করে স্বামীকে শ্রদ্ধা করতে শুরু করেছেন তিনি। ক্যামিলার এই পোস্ট নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।