চেন্নাই: আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটির একটি বক্তব্যের ভিডিয়ো ক্লিপ সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তুমুলভাবে যেখানে তাকে একটি প্রকাশ্য সভায় গোমূত্রের ওষধি গুণের সপক্ষে বক্তব্য রাখতে শোনা যায়। এই ভিডিয়ো (Viral Video) প্রকাশ্যে আসতেই নেটিজেনদের তীব্র সমালোচনার বাণে বিদ্ধ হন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর। এমনকী তাকে ছেড়ে কথা বলছেন না রাজনৈতিক নেতাদের একাংশও। এই ভিডিয়োতে ভি কামাকোটি বলেন যে গোমূত্রে (IIT Madras Director) রয়েছে ব্যাকটেরিয়া-প্রতিরোধী, ছত্রাক-রোধক এবং পাচনে সহায়ক বহু উপাদান। এমনকী এই গোমূত্র নাকি পেটের অনেক গোলযোগ অনায়াসে সারিয়ে তুলতে পারে। এমনটাই জানা গিয়েছে সংবাদসূত্রে। তিনি সেই সভায় এক সন্ন্যাসীর কথা উল্লেখও করেন যিনি নাকি তীব্র জ্বর সারাতে গোমূত্র পান করতেন।
গোশালার উৎসবে এই বক্তব্য রাখেন
চেন্নাইয়ের একটি গো-সংরক্ষণশালার উৎসবে আইআইটি মাদ্রাজের ডিরেক্টর এই বক্তব্য রাখেন। যদিও এবিপি আনন্দ এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। সংবাদসংস্থা পিটিআই এক্স হ্যান্ডলে ভাইরাল হওয়া এই ভিডিয়োটি উল্লেখ করেছে। এই সংবাদসংস্থা জানিয়েছে, গোশালা উৎসবে নিজে একজন 'অর্গানিক ফার্মার' হিসেবে অনেক বৃহত্তর প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন।
কী প্রভাব পড়ল
এই মন্তব্য করার পরেই তুমুল শোরগোল সারা দেশজুড়ে। নেটমাধ্যমে সমালোচনার ঝড়। কংগ্রেস ও ডিএমকে দলের বেশ কিছু সদস্য ভি কামাকোটিকে তুলোধনা করেছেন। কংগ্রেসের নেতা কার্তি পি চৈদম্বরম এক্স হ্যান্ডলে এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লেখেন যে আইআইটি মাদ্রাহের ডিরেক্টর ভুয়ো বিজ্ঞান প্রচার করছেন যা একেবারেই অভিপ্রেত নয়। এই পোস্টে তিনি ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনকেও ট্যাগ করেছেন। ডিএমকে নেতা টিকেএস এলানগোভান এই মন্তব্যের জেরে আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের উপর কড়া পদক্ষেপের দাবি তুলেছেন। তার মতে ভি কামাকোটিকে কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে স্থানান্তরিত করা হোক। বিদ্রুপের সঙ্গে তিনি এক্স হ্যান্ডলে লেখেন, 'তিনি আইআইটিতে কী করছেন ? এখানে তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা হয়, ওর অন্য কোনো মেডিকেল প্রতিষ্ঠানে যাওয়া উচিত'।
২০২১ সালে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর দাবি করেছিলেন যে গোমূত্র খেয়েই করোনার প্রকোপ থেকে তিনি ফিরে এসেছেন। এমনকী.২০১৯ সালে তিনি দাবি করেছিলেন এই গোমূত্র খেয়েই তার ক্যানসার সেরে গিয়েছিল। যদিও এই দাবি নস্যাৎ করে দিয়েছিলেন চিকিৎসকেরা।