কলকাতা: RG কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুন এর ঘটনায় গোটা দেশ তোলপাড়। বাংলার নানা কোণায়, দেশ-বিদেশে রাস্তায় নেমেছেন বহু নারী-পুরুষ। সমাজে নারীর নিরাপত্তা নিয়ে যখন এত প্রশ্ন উঠছে তখনই সামনে এসেছে একটি X পোস্ট। নয়ডায় চাকরিরত এক মহিলা তাঁর অভিজ্ঞতার কথা লিখেছেন X পোস্টে তা এখন ভাইরাল।  


এক সাধারণ নারীর প্রতিদিন কেমন কাটে? প্রতিদিন রাস্তাঘাটে চলাফেরায় তিনি কি আদৌও নিরাপদ? তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। 


সোনাল প্যাটেরিয়া নামের ওই মহিলা দিল্লি-এনসিআর এর নানা জায়গায় তাঁর তিনটি অভিজ্ঞতার কথা X হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। 


প্রথম ঘটনা: DLF মল, সেক্টর ১৮, নয়ডা- ওই এলাকায় দাঁড়িয়েছিলেন তিনি। তখনই এক মোটরসাইকেলে সওয়াল এক ব্য়ক্তি এসে তাঁকে প্রশ্ন করেন, 'ক্যা রেট লেগি?' বাংলায় তর্জমা করলে দাঁড়ায় 'কত টাকা নিবি?' তাঁকে এড়িয়ে যেতে গেলেও টানা বিরক্ত করে যাচ্ছিল ওই ব্যক্তি।


দ্বিতীয় ঘটনা: সেক্টর ১৮ মেট্রো স্টেশন- তিনি যখন হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলেন তখন হঠাৎ এক ব্যক্তি তাঁর দিকে হেঁটে আসেন। তাঁর সঙ্গে আলাপ করতে চান- আরও নানা ইঙ্গিত দিচ্ছিলেন। তাঁকে এড়ানোর জন্য এগিয়ে যেতে চাইলেও পিছু পিছু আসছিলেন তিনি। এক বন্ধুকে ফোন করে টানা কথা বলে যেতে বলেন-- সেভাবে কথা বলতে বলতেই বাড়ি ফেরেন তিনি।


তৃতীয় ঘটনা: দিল্লির রাজীব চক মেট্রো স্টেশন। এখানেই রাস্তায় মাঝে সোনাল প্যাটেরিয়াকে আটকে তাঁর ফোন নম্বর চায় এক ব্যক্তি। 


ওই মহিলা X হ্যান্ডেলে জানিয়েছেন এই তিনটি ঘটনাই ঘটেছে মাত্র ১ মাসের মধ্য়ে। পরপর এই ঘটনায় কার্যত বিধ্বস্ত তিনি। X পোস্টে তিনি লিখছেন, 'প্রতিদিন আমাদের অনেক লড়াই করতে হয়। আমরা প্রতিনিয়ত এই লড়াইটা শিখি। আমি লিখছি কারণ আমি কী ভাবছি সেটা বলতে চাই।' নানা সময় কোনও নারীর পোষাক বা কোন সময়ে তিনি রাস্তায় ছিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রসঙ্গ তুলেই তিনি লিখেছেন, 'আমি কী পরেছিলাম, দিনের কোন সময় ছিল সেগুলো কিছুই বিষয় নয়। আমার মতো অনেক মহিলা সারাক্ষণ এমন আতঙ্কে থাকেন। আমাদের আর  শক্তি নেই যে প্রতিটি ঘটনা আমরা রিপোর্ট লেখাব।'


 



সোশ্যাল মিডিয়া পোস্টটি ভাইরাল। রাজধানী এলাকাতেই নারীদের নিরাপত্তার এমন হাল হলে অন্যত্র কী হতে পারে সেই প্রশ্নই তুলেছেন অনেকে। নারী-পুরুষ নির্বিশেষে কড়া নিন্দা করেছেন তাঁরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: রাখিবন্ধনের তিথিতে বিরল শুভযোগ! এই ৪ রাশির ভাগ্যে 'বাম্পার লটারি'