কলকাতা: রাখিবন্ধন উৎসব খুবই শুভ বলে বিবেচিত হয়। এই বছরের রাখিবন্ধন উৎসব খুবই বিশেষ। কারণ এবারের রাখির দিনে একাধিক বিরল শুভযোগ রয়েছে। যা কিছু রাশিচক্রের জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। এবার ১৯ অগাস্ট পড়েছে রাখিবন্ধন উৎসব। 


এই বছরের রাখিবন্ধনের দিনে একাধিক শুভ যোগ রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে এবার সর্বার্থ সিদ্ধ যোগ, রবি যোগ, শোভন যোগ, শশ রাজযোগ সহ শ্রাবণ নক্ষত্র থাকবে।


শ্রাবণ নক্ষত্রের অধিপতি চন্দ্র আর চন্দ্রের অধিপতি শিব। বিশেষ বিষয় হল সোমবার শিবের প্রিয় দিন আবার এটা শ্রাবণ মাসের সোমবার। এমন পরিস্থিতিতে সবাই শিবের আশীর্বাদ পাবেন। জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী, ৯০ বছর পর রাখির দিনে এমন যোগ ঘটছে। এই পরিস্থিতি কিছু কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হতে পারে। কোন কোন রাশির জন্য এই শুভযোগ হবে?


ধনু রাশি:
এই রাশির জাতক-জাতিকাদের জন্য রাখিবন্ধন উৎসব আনন্দ বয়ে আনবে। বৈষয়িক সুখ বাড়বে। অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে। এই সময়ে বিনিয়োগ লাভজনক হবে। কাজের প্রশংসা হবে, আয়ের উৎস বাড়তে পারে।


মেষ রাশি:
রাখিবন্ধন উৎসব মেষ রাশির জাতক-জাতিকাদের সবরকমের সুখ-শান্তি দিতে পারবে। স্বাস্থ্যের উন্নতি হবে। ভোলেনাথের আশীর্বাদে ভাই-বোন পাশে থাকবে। চাকরিতে যে সমস্যা চলছে তার অবসান হবে।


কন্য়া রাশি:
কন্যা রাশির জাতক-জাতিকাদের রক্ষাবন্ধনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা প্রসারিত হবে, নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে। সরকারি কোনও ক্ষেত্রের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন। সেই ব্যক্তিরা ভাল সাফল্য পাবেন।


মীন রাশি:
মীন রাশির জাতকদের জন্য রাখিবন্ধন খুবই সৌভাগ্যের হবে। জীবনসঙ্গীর সাথে সম্পর্কের উন্নতি হবে। মহাদেবের কৃপায় দেবী লক্ষ্মীও সদয় হবেন। আপনি কিছু পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি থেকে সুবিধা পাওয়ার যোগও রয়েছে। আয়ের পরিধি বাড়বে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কলকাতা জুড়ে দিনভর ধর্মঘট-মিছিল! প্রভাব কোথায় কোথায়? কাজে বেরোনোর আগে জেনে নিন