জুরিখ : এক, দুই, তিন, চার, পাঁচ। এই নিয়ে টানা পাঁচবার 'আনন্দের বিশ্বখেতাব' ফিনল্যান্ডের (Finland)। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ২০২২ (World Happiness Report 2022) অনুযায়ী বিশ্বের 'হ্যাপিয়েস্ট' দেশ ফিনল্যান্ড। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আনন্দ (happiness) ও জীবনযাপনের মান (life Evaluation) বিবেটনা করে যে তালিকা তৈরি করা হয়ে থাকে।


একাধিক সমীক্ষার (Survey) মাধ্যমে যে দুটি সূচক নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিস্তারিত হ্যাপিনেস ইনডেস্ক রিপোর্ট তৈরি করে থাকে ইউনাইটেড নেশনস সাসটেনেবেল ডেভলপমেন্ট সলিউসালস নেটওয়ার্ক (United Nations Sustainable Developement Solutions Network)। মোট ১৫০ দেশের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। পার ক্যাপিটা জিডিপি, সুস্থ জীবনযাপন, জীবনযাপনের মান, মুক্ত চিন্তার পরিসরের ওপর ভিত্তি করে ০ থেকে ১০ নম্বরের মধ্যে নম্বর দেওয়া হয়ে থাকে দেশগুলিকে।


ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশের এটি দশম বছর। গত বছরের রিপোর্টের সঙ্গে চলতি বছরের রিপোর্টে প্রথম দশটি দেশের মধ্যে তেমন হেরফের সেভাবে হয়নি। শুধুমাত্র অস্ট্রিয়া প্রথম দশের বাইরে ছিটকে গিয়েছে। উল্টোদিকে এই তালিকায় সবথেকে নিচে রয়েছে আফগানিস্তান (Afghanistan)। সবথেকে কম আনন্দে যেখানে মানুষজন থাকে বলেই দাবি রিপোর্টের। তার ওপরেই রয়েছে লেবানন (Lebanon), জিম্বাবোয়ের (Zimbabwe) মতো দেশ।


ফিনল্যান্ডের পাশাপাশি ডেনমার্ক (Denmark) ও নরওয়ে (Norway) আরও দুটি স্ক্যান্ডেনেভিয়ান দেশ রয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের প্রথম দশ দেশের মধ্যে। ফিনল্যান্ডের পরই দুইয়ে ডেনমার্ক, আর আটে নরওয়ে। আইসল্যান্ড (Iceland), সুইৎজারল্যান্ড (Switzerland) ও নেদারল্যান্ডস (The Netherlands) যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে। লুক্সেমবার্গ (Luxenbourg) ও সুইডেন (Sweden) যথাক্রমে ছয় ও সাত নম্বরে রয়েছে। আর ইজরায়েল (Israel) ও নিউজিল্যান্ড (New Zealand) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে নবম ও দশম স্থানে থাকা দুই দেশ।


আরও পড়ুন- রাতে দেরিতে শুতে যাওয়া আর দেরিতে ওঠা কি ক্ষতিকর ?


ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে সেরা দশ দেশ-



  1. ফিনল্যান্ড

  2. ডেনমার্ক

  3. আইসল্যান্ড

  4. সুইৎজারল্যান্ড

  5. নেদারল্যান্ডস

  6. লুক্সেমবার্গ

  7. সুইডেন

  8. নরওয়ে

  9. ইজরায়েল

  10. নিউজিল্যান্ড