World Longest Car: বিশ্বের দীর্ঘতম গাড়িটি কত লম্বা জানেন ? সুরক্ষার সঙ্গে সঙ্গে এতে দেওয়া হয়েছে প্রচুর ফিচার। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গাড়ি, যাতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাড ছাড়াও আরও অনেককিছু। জেনে নিন গাড়ির নাম ও স্পেকস। 


World Longest Car: কী নাম গাড়ির ? 
বিশ্বের দীর্ঘতম এই গাড়ির নাম 'আমেরিকান ড্রিম'। গাড়িটি 1986 সালে বিশ্বের দীর্ঘতম গাড়ি হওয়ার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছিল। আমেরিকান ড্রিম কারটির দৈর্ঘ্য 100 ফুট। যা দেখতে টায়ারযুক্ত ট্রেনের মতো। আমেরিকান ড্রিম কেবল লম্বা হওয়ার জন্য পরিচিত ছিল না। এর বৈশিষ্ট্যগুলি এই গাড়িকে বিশেষ করে তুলেছিল। গাড়িটিতে একটি হেলিপ্যাড, মিনি গলফ কোর্স ও সুইমিং পুলও রয়েছে। এছাড়া বাথরুম, জাকুজি, বেশ কিছু টিভি, ফ্রিজ ও টেলিফোন ছিল এই গাড়িতে। সব মিলিয়ে গাড়িতে বসতে পারতেন ৭০ জন যাত্রী।


World Longest Car: গাড়ির ফিচার ও স্পেকস
আমেরিকান ড্রিম কারটি দুই পাশে V8 ইঞ্জিনে চলে। এই গাড়ি দু-দিক থেকেই চালানো যায়। গাড়িটিতে মোট ২৬টি চাকা রয়েছে। আরও বড় কথা হল, আমেরিকান ড্রিম কারটি কোনও গাড়ি নির্মাতা কোম্পানি তৈরি করেনি। এর ডিজাইনার ছিলেন জে ওরবার্গ। তিনি হলিউড চলচ্চিত্রের একজন সুপরিচিত কার ডিজাইনার বলে পরিচিত ছিলেন। গাড়ির প্রতি আলাদা আকর্ষণ ছিল তাঁর। জে ওরবার্গের প্রায় ১২ বছর লেগেছিল এই গাড়িটি তৈরি করে রাস্তায় নামাতে। পরে রাস্তায় চলার পরই এটি বিশ্বের দীর্ঘতম গাড়ি হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশ করে।


 আগে হলিউডে লিমুজিনের মতো গাড়ির থেকেই এই বড় গাড়ি তৈরির ইচ্ছে জাগত কার ডিজাইনারদের। হলিউডের বহু সিনেমায় বিলাসবহুল গাড়ি বলতেই ব্যবহার করা হয়েছে লিমুজিনকে। সেখানে ভারতেও দেখা গিয়েছে এই ধরনের কাস্টম মেড কার। গাড়ির দৈর্ঘ্য বড় না হলেও কনটেসা ক্লাসিক ছাড়াও বেশকিছু গাড়িকে লিমুজিনের লুক দেওয়ার চেষ্টা হয়েছে। বলিউডের মুভিতে দেখা গিয়েছে এই ধরনের গাড়ি।