নয়াদিল্লি : পৃথিবীর বুকে জন-বিস্ফোরণ। আজ (১৫ নভেম্বর) ৮০০ কোটি ছাড়িয়ে গেল পৃথিবীর জনসংখ্যা। ইউনাইটেড নেশনের তথ্য জানাচ্ছে। পৃথিবীর ৮০০ কোটি তম মানুষ এক পুত্রসন্তান। তারা আরও জানাচ্ছে, মাত্র ৪৮ বছরে দ্বিগুণ হয়েছে পৃথিবীর জনসংখ্যা! ১৯৭৪ সালে ৪০০ কোটি জনসংখ্যা ছাপিয়ে গিয়েছিল পৃথিবী। আর পঞ্চাশটা বছর পেরোনোর আগেই একলাফে দ্বিগুণ।
চিনকে টপকাবে ভারত
পাশাপাশি বিভিন্ন সমীক্ষা ও পর্যবেক্ষণের ইঙ্গিত, আগামী বছরেই জনসংখ্যার ভিত্তিতে চিনকে ছাপিয়ে যেতে পারে ভারত। ২০২৩ সালেই বিশ্বের সবথেকে বেশি জনসংখ্যার দেশ হিসেবে জায়গা করে নিতে পারে ভারত। ইউনাইটেড নেশনেশ-এর ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস-ও জানাচ্ছে যে কথা। প্রসঙ্গত, এই মুহূর্তে চিন ও ভারতের জনসংখ্যা যথাক্রমে ১৪২.৬ ও ১৪১.৭ কোটি।
শেষ জন-বিস্ফোরণের অধ্যায় !
জনসংখ্যার বৃদ্ধির হার প্রবলভাবে গত কয়েক দশকে বাড়লেও এবার সে গতি স্থিমিত হবে বলেই ইঙ্গিত মিলছে বিভিন্ন সমীক্ষায়। পর্যবেক্ষণে প্রকাশ, এবার কমবে জন্মহার। তবে ২১০০ সালে পৌঁছনোর অনেক আগে পৃথিবী পৌঁছে যাবে হাজার কোটি মানুষে। পাশাপাশি ইঙ্গিত, পৃথিবীতে আরও ১০০ কোটি মানুষ বাড়তে লাগতে পারে আরও ১৫ বছর। ২০৩৭ সালে পৃথিবীর জনসংখ্যা ছাড়াতে পারে ৯০০ কোটি।
পর্যবেক্ষণে উঠে এসেছে, মাঝের সময়ে জন্মহার বেশি ও মৃত্যুহার কিছুটা কম ছিল। সামনের বছরগুলোতে মৃত্যুহারে তেমন তফাৎ না হলেও জন্মহার কমার জেরেই পৃথিবীতে মানুষের সংখ্যা একটা নির্দিষ্ট হারে বৃদ্ধির সম্ভাবনা। তবে দ্রুত জনসংখ্যার দ্বিগুণ বৃদ্ধির জেরে পৃথিবীতে মানুষের গড় বয়সের অঙ্ক-ও বেড়ে গিয়েছে। ১৯৭৪ সালে যা ছিল ২০-র কাছাকাছি এই মুহূর্তে তা ৩০-এর আশপাশে।
সমীক্ষা ও পর্যবেক্ষণের ইঙ্গিত, ২০৮৬ সালে বিশ্বের জনসংখ্যা হতে পারে ১০৫০ কোটির কাছাকাছি।
আরও পড়ুন-পাঁচ বছর কানে আটকে ইয়ারবাড! রোগীকে দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকের