নয়া দিল্লি: চলতি পথে কথা বলতে বা গান শুনতে ইয়ারবাড এখন সবচেয়ে জনপ্রিয়। তবে এই ইয়ারবাড'ই বিপত্তি হয়ে দেখা দিয়েছে এক ব্রিটিশ নাগরিকের জীবনে। 


জানা যায়, ৬৬ বছর বয়সী ওয়ালেস লি নৌবাহিনীর একজন প্রাক্তন সেনা। কিছুদিন পর তিনি দেখেন যে তিনি কানে কম শুনছেন। একাধিক বিমানে কাজ করার জন্য বা রাগবি খেলতে যেয়ে পাওয়া আঘাতের কারণে তার শ্রবণশক্তিতে সমস্যা হয়েছে। 


যদিও কানের সমস্যার কথা চিন্তা করে তিনি একটি হোম এন্ডোস্কোপ কিট কেনেন। এরপর পর তার কানের মধ্যে সাদা বস্তু দেখতে পারেন। যা দেখে রীতিমত চিন্তায় পড়ে যান তিনি। পরে চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেটি বের করার পর তিনি রীতিমত আঁতকে ওঠেন। এটি ছিল একটি ইয়ারবাডের টুকরো।


বিবিসির প্রতিবেদনে তিনি বলেন, "পাঁচ বছর আগে যখন অস্ট্রলিয়ায় যাই পরিবারের সঙ্গে দেখা করতে । সেই সময় আমি ইয়ারপ্লাগ কিনি। কিন্তু সেটার অংশ যে কানে ঢুকে যাবে তা আমি বুঝতে পারিনি। পরে কানে তেমন সমস্যাও হয়নি। কিন্তু আমি আসতে আসতে কানে কম শুনতে শুরু করি।" প্রসঙ্গত, ইয়ারবাডটি বের করার পরপরই তাৎক্ষণিকভাবে তার পাঁচ বছরের শ্রবণ সমস্যা দূর হয়ে যায়।