বাফেলো: পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় আমেরিকা। দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি| এরই মধ্যে বেনজির কান্ড ঘটিয়ে ফেললেন অ্যান্টোনিও গিন।
কী করেছেন অ্যান্টোনিও? পুলিশের সঙ্গে জনতার দফায় দফায় খণ্ডযুদ্ধ চলছে। পুলিশকে লক্ষ্য করে যথেচ্ছ বোমা, ইট পাটকেল ছুড়ছে উত্তেজিত জনতা। রাস্তায় জমছে আবর্জনা। ১৮ বছরের যুবক অ্যান্টোনিও সেই ছবিটা বদলাতে উদ্যত হয়েছেন। বিক্ষোভ, সংঘর্ষের দরুণ জড়ো হওয়া আবর্জনা সাফ করতে বালতি, ঝাঁটা হাতে বেরিয়ে পড়েছেন তিনি। নিউ ইয়র্কের বাফেলো শহরের রাস্তাঘাট নিজে হাতে পরিষ্কার করছেন অ্যান্টোনিও।
সোমবার রাত ২টো থেকে শুরু করে টানা ১০ ঘণ্টা সাফাইয়ের কাজ করেছেন তিনি। খবরটা ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেন প্রতিবেশীরা। ম্যাট ব্লক নামের এক ব্যক্তি অ্যান্টোনিওকে ২০০৪ সালে কেনা তাঁর লাল রংয়ের ফোর্ড মাশট্যাঙ্গ গাড়িটি উপহার দিয়েছেন। এক স্থানীয় ব্যবসায়ী তাঁর জন্য বিনামূল্যে এক বছরের অটো ইনসিওরেন্স করে দিয়েছিলেন। অ্যান্টোনিও বাণিজ্য নিয়ে পড়াশোনা করতে চান। সেটা শুনেই বাফেলো শহরের একটি কলেজ তাঁকে বৃত্তি সহ পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে।
প্রতিবাদের নতুন পথ দেখিয়ে দিয়েছেন অ্যান্টোনিও।
জনতা-পুলিশ সংঘর্ষে নিউ ইয়র্কের রাস্তায় জঞ্জাল, রাত জেগে সাফ করলেন যুবক, উপহার হিসাবে প্রাপ্তি গাড়ি, স্কলারশিপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2020 04:11 PM (IST)
পুলিশের সঙ্গে জনতার দফায় দফায় খণ্ডযুদ্ধ চলছে। পুলিশকে লক্ষ্য করে যথেচ্ছ বোমা, ইট পাটকেল ছুড়ছে উত্তেজিত জনতা। রাস্তায় জমছে আবর্জনা। ১৮ বছরের যুবক অ্যান্টোনিও সেই ছবিটা বদলাতে উদ্যত হয়েছেন।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -