কলকাতা: জাল ও খারাপ মানের এন৯৫ মাস্ক বিক্রির জন্য একটি চিনা কোম্পানির বিরুদ্ধে মামলা করল মার্কিন বিচার বিভাগ।অভিযোগ, মার্কিন ক্রেতাদের কাছে তারা অত্যন্ত খারাপ মানের ১৫ লাখ মাস্ক বেচেছে।
এপ্রিলে কেনা এই সব মাস্ক বিলি হওয়ার কথা ছিল মার্কিন স্বাস্থ্যকর্মী ও অন্যান্য করোনা যোদ্ধাদের মধ্যে। সেই সময় আমেরিকায় হু হু করে করোনা ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্কের ব্রুকলিনের আদালতে নালিশ করা হয়, চিনের গুয়াংডংয়ের কিং ইয়ার প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিন নামে একটি সংস্থা খারাপ মানের এন৯৫ মাস্ক বিক্রি করেছে। মোট ৪৯৫,২০০ ইউনিট মাস্কের দাম পড়েছে ১০ লক্ষ মার্কিন ডলার। অভিযোগ করা হয়, ওই মাস্কগুলি এন৯৫ স্ট্যান্ডার্ডের বলে চিনা সংস্থাটি যে দাবি করে তা মিথ্যে। তারা বলেছিল, আমেরিকার ন্যাশনাল ইন্ন্সটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মাস্কগুলিকে সার্টিফিকেট দিয়েছে কিন্তু দেখা যায়, সেই দাবিও ঠিক নয়।
অভিযোগের তদন্তের পর বিবৃতিতে এফবিআই বলেছে, মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়টি ওই চিনা সংস্থা মাথাতেই রাখেনি। যদি ঠিক সময়ে তদন্ত না হত, তবে হাসপাতাল কর্মী, করোনা যোদ্ধা, সাধারণ রোগী সহ সকলেই ভুল মাস্ক ব্যবহার করে সরাসরি করোনার গ্রাসে এসে পড়তেন। খারাপ মানের মাস্ক সরবরাহ, মিথ্যে দাবি সহ চারটি অভিযোগ আনা হয়েছে চিনা সংস্থাটির বিরুদ্ধে। প্রতিটি অভিযোগের জন্য ৫ লক্ষ মার্কিন ডলার ও তার বেশি জরিমানা চাওয়া হয়েছে।
স্বাস্থ্যকর্মীদের জন্য নষ্ট এন৯৫ মাস্ক, চিনা সংস্থার বিরুদ্ধে মামলা করল আমেরিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2020 03:10 PM (IST)
খারাপ মানের মাস্ক সরবরাহ, মিথ্যে দাবি সহ চারটি অভিযোগ আনা হয়েছে চিনা সংস্থাটির বিরুদ্ধে। প্রতিটি অভিযোগের জন্য ৫ লক্ষ মার্কিন ডলার ও তার বেশি জরিমানা চাওয়া হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -