পেশওয়ার: পাকিস্তানে ট্যাক্সি চালকের হাতে যৌন হয়রানির শিকার হতে হল এক তরুণ যাত্রীকে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্তকে ডাক্তারি পরীক্ষার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার রাতে। মঙ্গলবার দিনই থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত।
আক্রান্ত কুড়ি বছরের তরুণ কারখানো বাজার থেকে ট্যাক্সিটি ভাড়া করেন। কিন্তু রিং রোডে একটি পেট্রোল পাম্পের কাছে নিয়ে গাড়ি থেকে তরুণকে জোর করে টেনে নামায় অভিযুক্ত ট্যাক্সি চালক। তারপর কাছাকাছি এক ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তরুণের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করে ৪০ বছরের মেনহাজ। ট্যাক্সিচালক পাকিস্তানের লান্ডি আখুন এলাকার বাসিন্দা।
এই ঘটনার পরই তরুণ যাত্রী পিস্টাখারা থানায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কারণ, ঘটনাটি যেখানে ঘটে, সেই এলাকা পিস্টাখারা থানার অন্তর্গত।
অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট তথ্য দেওয়ায়, খুব অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পাকিস্তান দন্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে কঠিন শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন হায়াতাবাদের এএসপি হাসান আফজল। তিনি জানিয়েছেন ট্যাক্সি চালক প্রাথমিক জেরায় তার দোষ স্বীকারও করেছে।
পাকিস্তানে ট্যাক্সি চালকের যৌন লালসার শিকার তরুণ যাত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jul 2016 03:51 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -