লাহোর: পাকিস্তানে বিস্ফোরণ। পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবন তথা কার্য্যালয়ের কাছেই ঘটে গেল শক্তিশালী আত্মঘাতী বিস্ফোরণ।
অন্তত ২২ জন নিহত হয়েছে। এদের মধ্যে আছে বেশ কয়েকজন পুলিশকর্মী। জখম হয়েছে ৩০ জন। অভ্য়ন্তরীণ মন্ত্রী নিসার আলি খান প্রথমে মৃতের সংখ্যা ১৪ বলে জানিয়েছিলেন।
আহতদের অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
পুলিশই এই নাশকতার লক্ষ্য ছিল, এটি আত্মঘাতী বলে নিশ্চিত লাহোর পুলিশের প্রধান ক্যাপ্টেন আমিন ওয়েইনস।
একটি উদ্ধারকারী দলের তরফে প্রতিনিধি বলেছেন, মুখ্যমন্ত্রীর মডেল টাউনের বাসভবনের কাছেই আরফা করিম টাওয়ারের বাইরে বিস্ফোরণ হয়েছে। পুলিশ ও লাহোর ডেভেলপমেন্ট অথরিটির কর্মীরা টাওয়ারের বাইরে জবরদখল হটিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে। শহরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিস্ফোরণের সময় মডেল টাউনের অফিসে বৈঠকে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ, যিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।
পুলিশ সূত্রকে উদ্ধৃত করে জিও নিউজ জানাচ্ছে, ঘটনাস্থলে মোতায়েন পুলিশকর্মীদের নিশানা করেই বিস্ফোরণ ঘটায় এক মানববোমা। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী হামলার বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
গত কয়েকটি বছরে বেশ কয়েকবার সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছে পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত লাহোর। গত এপ্রিলেই লাহোরের বাদিয়ান রোডে জনগণনার কাজে শামিল একটি টিমকে নিশানা করে হামলা চালায় এক আত্মঘাতী বোমারু।
৬ জন প্রাণ হারায়, জখম হয় ১৫ জন। তার আগে ফেব্রুয়ারিতেও পঞ্জাব অ্যাসেম্বলির সামনে মানববোমা হামলায় কয়েকজন পদস্থ পুলিশ অফিসার সহ ১৪ জন মারা যান।
লাহোরে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আত্মঘাতী বিস্ফোরণ, হত ২২, জখম বহু
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jul 2017 06:17 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -