জেরুসালেম: ২০০৮ এর মুম্বই সন্ত্রাসবাদী হামলায় বাবা-মাকে হারিয়েছিল ইজরায়েলি শিশু মোসে হোলত্সবার্গ। তখন তার বয়স ছিল মোটে ২। এখন সে ১০ বছরের ছেলে। আগামী সপ্তাহে ইজরায়েল সফরে গিয়ে তার সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী। তিনি ৫ জুলাই জেরুসালেমে তার পরিবারের সঙ্গে দেখা হওয়ার কথা প্রধানমন্ত্রীর।
ভারতের প্রধানমন্ত্রী বিশেষ সৌজন্য হিসাবে দেখা করতে আসছেন শুনে উচ্ছ্বসিত তার পরিবার।
মোদী দেখা করবেন মোসের ভারতীয় ধাত্রী সান্ড্রা স্যামুয়েলসের সঙ্গেও। সেদিন রাতে মুম্বই মহানগরীর বুকে বিভিন্ন জায়গার পাশাপাশি নরিম্যান হাউসেও হামলা চালায় পাকিস্তান থেকে আসা লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদীরা।
সান্ড্রা গোলাগুলির মধ্যেই দুধের শিশুটি ও তার দাদু-ঠাকুমা সিমন রোসেনবার্গ, ইহুডিট রোসেনবার্গকে নিয়ে পালিয়ে যান।
মোদী তাঁদের কাছে আসছেন শুনে উত্ফুল্ল সিমনের প্রতিক্রিয়া, নিজের কানকে বিশ্বাস করতে পারিনি, যখন ভারতীয় দূতের ফোনে জানলাম, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে চান। তখনই মনে হল, ভারতের মানুষ আমাদের ভোলেননি, আমাদের যন্ত্রনার সমব্যাথী ওরা। মুখে বলে বোঝাতে পারব না, কী যে ভাল লাগছে। সেই দিনটার অপেক্ষায় রয়েছি।
কী বলবেন মোদীকে? সিমনের উত্তর, ১৩ বছর বয়স হলে ইহুদী ছেলেদের জন্য বার মিতভাহ নামে যে বিশেষ অনুষ্ঠান করা হয়, আড়াই বছরের মধ্যে নিজের নাতির সেই অনুষ্ঠান তিনি করতে চান মুম্বইয়ে, আর সেখানে আসার অনুরোধ জানাবেন মোদীকে। ইজরায়েলে ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ছেলেদের যেমন উপনয়ন হয়, এটাও তেমনই অনুষ্ঠান। সিমনের সংযোজন, মুম্বই আমাদের ঘর, সেখানে আমাদের একটা পরিবার আছে বলে অনুভব হয়।
নরিম্যান হাউস বা চাবাড হাউসে ২০০৮-এর ২৬ নভেম্বর রাতে লস্কর বাহিনীর সন্ত্রাসে ৬ জনের সঙ্গে নিহত হয়েছিলেন মোসের বাবা-মা রিভকা ও গ্যাভ্রিয়েল হোলত্সবার্গ। তাঁরা ছিলেন মুম্বইয়ে চাবাডের প্রতিনিধি।
মোসে এখন ধর্মীয় স্কুলে যায়। সান্ড্রার সঙ্গে তার এখনও ভাল যোগাযোগ আছে। জেরুসালেমে কর্মরত সান্ড্রা সপ্তাহান্তে তাদের বাড়ি আসেন। মোসের দাদুর কথায়, সান্ড্রাকে দেখলে আজও আনন্দে নেচে ওঠে ও, খেলাধূলা করে ওর সঙ্গে।
নিজের জীবন তুচ্ছ করে মোসেকে বাঁচানোয় সান্দ্রাকে ২০১০-এর সেপ্টেম্বর সাম্মানিক নাগরিকত্ব দিয়েছে ইজরায়েল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
২৬/১১-র মুম্বই জঙ্গি হামলায় বেঁচে যাওয়া শিশু মোসের সঙ্গে ইজরায়েল সফরে দেখা করবেন মোদী, উচ্ছ্বসিত তার পরিবার
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jun 2017 05:41 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -