ওয়াশিংটন: আমেরিকার আইওয়া প্রদেশে বাড়ির ভিতরে এক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী ও তাঁর পরিবারের তিন সদস্যের মৃতদেহ পাওয়া গেল। তিনজনের মধ্যে আছে তাঁদের দুটি নাবালক সন্তান। তাদের সবার শরীরে গুলির ক্ষতচিহ্ন আছে। ৪৪ বছরের চন্দ্রশেখর শঙ্কর, লাবণ্য শঙ্কর (৪১) ও তাঁদের ১৫ ও ১০ বছরের দুই ছেলের নিথর দেহ উদ্ধার হয় শনিবার সকালে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহগুলির ময়না তদন্ত করা হবে। তবে সবার দেহে গুলির দাগ আছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ওয়েস্ট ডেস মইনস পুলিশকে উদ্ধৃত করে এখবর দিয়েছে এনবিসি নিউজ। তাদের প্রতিবেদনে প্রকাশ, স্থানীয় জন নিরাপত্তা দপ্তর রবিবার জানিয়েছে, চন্দ্রশেখর তাদের টেকনজিক্যাল সার্ভিসেস ব্যুরোয় পেশাদার অসামরিক তথ্য প্রযুক্তিকর্মী ছিলেন চন্দ্রশেখর। শনিবার সকাল ১০টা নাগাদ স্থানীয় পুলিশের অফিসারদের ৬৫ নং রাস্তায় ৯০০ ব্লকে পাঠানো হয়। তাঁরা সেখানে গিয়ে দেহগুলি দেখতে পান। সম্ভবত গুলির আঘাতেই ওঁদের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। এক বিবৃতিতে সার্জেন্ট ড্যান ওয়েড বলেছেন, পরিবারটিকে চিনতেন এমন পরিবার, সহকর্মী, বন্ধুবান্ধব, যে কেউ এই ট্র্যাজেডিতে মুষড়ে পড়বেন। আমরা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি। তথ্যপ্রমাণের মাধ্যমে যত দূর সম্ভব, যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজে বের করা পর্যন্ত আমাদের প্রয়াস চলবে। আমরা নিশ্চিত, গোটা সম্প্রদায়ের সামনে কোনও বিপদ নেই।
পুলিশ বলেছে, পরিবারের অন্য সদস্যরা, যাদের মধ্যে আছে দুজন প্রাপ্তবয়স্ক, দুটি বাচ্চা, অতিথি হিসাবে ওই বাড়িতে ছিল। দেহগুলি দেখার পর সেই আত্মীয়দের একজন দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এক পথচারীকে বললে তিনি ৯১১-য় ফোন করে জানান।