নিউইয়র্ক: দাদার গুলিতে মৃত্যু বোনের।
বাড়ির ভিতরেই পাঁচ বছরের একটি ছেলে হঠাতই খেলার ছলে বন্দুকের ট্রিগার টিপে দেয়। ঘটনায় মৃত্যু হয় তার ৪ বছরের বোনের। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফিলাডেলফিয়ায়।
পুলিশ জানিয়েছে, সেইসময় বাড়িতে ছিলেন না তাদের মা টেরা রিড্ডিক। একা একাই বাড়িতে খেলছিল তারা। সেইসময়ই হঠাত খেলতে খেলতে বন্দুকের গুলি বেরিয়ে যায়। লাগে মেয়েটির মুখে।
পুলিশ জানিয়েছে, পিস্তলটি উদ্ধার করেছেন তাঁরা।
ঘটনার পর থেকেই বেপাত্তা মেয়েটির বাবা বছর ৩০-এর স্টিফেন ফিলিপস্-এর। পুলিশ জানিয়েছে, তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
ফিলিপস্-এর ফেসবুক পোস্টেও পিস্তল রাইফেল নিয়ে ছবি পাওয়া গিয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, মোট ৬ টি সন্তান রয়েছে ফিলিপস্-এর। চারটি মেয়ে ও দুটি ছেলে।
গতকাল এই একই রকম আরও একটি ঘটনা ঘটে। শিকাগোতে ১ বছরের একটি শিশুর মৃত্যু হয় অন্য একটি শিশুর গুলিতে। গত মাসেও এই একইধরনের ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়ায় দুবছরের একটি শিশুর মাথায় গুলি লাগে।
খেলতে খেলতে ৫ বছরের দাদার গুলিতে মৃত্যু ৩ বছরের বোনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2016 12:41 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -