বেজিং: বাচ্চাদের দস্যিপনা নতুন কথা নয়। তাদের দুষ্টুমি-দুরন্তপনা সামলাতে অনেক সময় হিমশিম খেতে হয় বাবা-মা ও পরিবারের সদস্যদের। দেওয়ালে হিজিবিজি কাটা থেকে শুরু করে কাগজপত্র ছিঁড়ে ফেলা, জিনিসপত্র ভেঙে ফেলার মতো দুষ্টুমি তারা হামেশাই করে। একটুখানি নজর সরে গেলেই কোনও কোনও শিশু খেলার ছলে এমন কিছু করতে পারে, যা কল্পনারও বাইরে।এমনই একটি ঘটনা ঘটল চিনে, সেখানে পাঁচ বছরের এক শিশু যা করল তা দেখে মাথায় হাত বাবার।
বাড়িতে একাই ছিল ওই শিশু। খেলতে খেলতে তার হাত পৌঁছে গেল বাবার ড্রয়ারে। সেখানে রাখা কাগজের নোট ছিঁড়ে টুকরো টুকরো করে দিল সে। চিনের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গিয়েছে। শ্যাংডন প্রদেশের গাও নামের এক ব্যক্তি বাড়িতে ফিরে ছেলের দস্যিপনা দেখে থতমত খেয়ে গেলেন। তাঁর ড্রয়ারে ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৪.৭ লক্ষ টাকার নোট। সবকটি নোট কুটিকুটি করে ছিঁড়েছে ছেলে।
এরপর ছেঁড়া নোটের টুকরো নিয়ে তিনি যান ব্যাঙ্কে।আশা ছিল, ব্যাঙ্ক কর্তৃপক্ষ নোটগুলি বদলে দেবে। কিন্তু কর্মীরা তাঁকে বললেন, ছেঁড়া নোটগুলি সঠিকভাবে সাজিয়ে আনতে পারলে তবেই বদলানো যাবে টাকা। কিন্তু তা তো দুরুহ ব্যাপার।
এত লোকসান সত্ত্বেও বাবা অবশ্য ছেলের ওপর দোষ নিতে নারাজ। তাঁর কথায়, ও তো একরত্তি। ও কি কিছু বুঝে করেছে?
বাবার ড্রয়ার খুলে ৪.৭ লক্ষ টাকা মূল্যের নোট ছিঁড়ে কুটিকুটি করল পাঁচ বছরের শিশু
ABP Ananda, web desk
Updated at:
26 May 2017 10:33 AM (IST)
প্রতীকী চিত্র
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -