জেনিভা: এ বছরের ২৫ অগাস্ট থেকে এখনও পর্যন্ত অন্তত ৫ লক্ষ ৮২ হাজার রোহিঙ্গা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে জানাল রাষ্ট্রপুঞ্জ। জেনিভায় রাষ্ট্রপুঞ্জের শিশু বিভাগের মুখপাত্র ম্যারিক্সি মার্কাডো বলেছেন, এই রোহিঙ্গারা হঠাৎ মায়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেননি। তাঁরা আগেই চলে এসেছেন। কিন্তু এতদিন বাংলাদেশের সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। এখন জানা যাচ্ছে, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা আগের হিসেবের চেয়ে অনেক বেশি।
এ বছরের অগাস্টে মায়ানমারের রাখাইন প্রদেশে হিংসা চরম আকার ধারণ করার পর থেকেই রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন। রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু সংস্থার মুখপাত্র আন্দরেজ মাহেসিচ বলেছেন, মায়ানমারের রাখাইন প্রদেশের পরিস্থিতি উদ্বেগজনক। এখনও মায়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসছেন। শনিবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ১০ থেকে ১৫ হাজার রোহিঙ্গা উখিয়া জেলার অঞ্জুমান পাড়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে এসেছেন। তাঁরা হুমকির মুখেও এতদিন বাড়িতেই ছিলেন। কিন্তু গ্রামে আগুন ধরিয়ে দেওয়ার পর আর থাকতে না পেরে তাঁরা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অনুরোধ করা হয়েছে।
২৫ অগাস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ৫ লক্ষ ৮২ হাজার রোহিঙ্গা, জানাল রাষ্ট্রপুঞ্জ
Web Desk, ABP Ananda
Updated at:
18 Oct 2017 05:39 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -