ঢাকা: বাংলাদেশে ফের ইসলামি জঙ্গিদের হাতে সংখ্যালঘু নাগরিক খুন। মৃতের নাম নিত্যরঞ্জন পাণ্ডে, পাবনার হেমায়েতপুর উপজেলার ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে ৪০ বছর ধরে কাজ করছিলেন তিনি। ৬২ বছরের এই আশ্রমকর্মীকে শুক্রবার ভোরে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর গলা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল।
পুলিশ জানিয়েছে, ডায়াবিটিসের রোগী নিত্যরঞ্জনবাবু রোজ ভোরে উঠে হাঁটাহাঁটি করতেন। এদিন ভোরে হাঁটার সময় বেশ কয়েকজন হামলাকারী তাঁকে আক্রমণ করে দেহ থেকে গলা প্রায় আলাদা করে দেয়। ঘটনাস্থলেই প্রৌঢ় ওই আশ্রমকর্মীর মৃত্যু হয়। ঘটনার কেউ সাক্ষী না থাকায় ঠিক কারা এই ঘটনা ঘটাল জানা যায়নি।
কেউ এর দায়স্বীকার না করলেও এটা পরিষ্কার, প্রায় দেড় বছর ধরে বাংলাদেশে যেভাবে একের পর এক নৃশংস খুনের মাধ্যমে ভিন্নমতাবলম্বী মানুষ, মুক্তমনা ও সংখ্যালঘুদের কণ্ঠরোধের চেষ্টা চলছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই খুন। মাত্র দিনকয়েক আগে ৭০ বছরের এক হিন্দু পুরোহিতকে একইভাবে খুন করে জঙ্গিরা।
বাংলাদেশে ফের সংখ্যালঘু খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jun 2016 07:23 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -