মস্কো: রাশিয়ায় হ্যান্ড স্যানিটাইজার পান করে সাত জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে কোমায় রয়েছেন আরও দুজন। ওই ব্যক্তিরা মদ ভেবে হ্যান্ড স্যানিটাইজার পান করেছিলেন।
রাশিয়ার ইয়াকুশিয়ার তমতর গ্রামে গত ১৯ নভেম্বর বেশ কয়েকজন গ্রামবাসী মিলে পার্টির আয়োজন করেছিলেন। রাশিয়ার তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ওই পার্টিতে মদ্যপান চলছিল। সেখানে একটি জারে পাঁচ লিটার হ্যান্ড স্যানিটাইজার রাখা ছিল। কিন্তু পাত্রের গায়ে কিছু লেখা না-থাকায় কয়েকজন ভেবেছিলেন, ওই পাত্রে মদ রয়েছে। তাঁরা তাই পান করতে শুরু করেন। সূত্রের খবর ওই হ্যান্ড স্যানিটাইজারে ৬৯ শতাংশ মিথানল ছিল। পার্টিতে মদ শেষ হয়ে যাওয়ার পরে ওই কয়েকজন জন হ্যান্ড স্যানিজাটারকে মদ ভেবে পান করতে শুরু করেন।
রাশিয়ার এক স্বাস্থ্য আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার পান করার পরে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় ছজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চার জনের মৃত্যু হয়। বাকি দুজন ৪৮ বছরের এক মহিলা এবং ৩২ বছরের এক ব্যক্তি কোমায় রয়েছেন। তাঁদের ভেন্টিলেশনে রাখা হয়েছে।
ওই ঘটনার পরে ইয়াকুশিয়াতে রবিবার থেকে মিথানল-যুক্ত হ্যান্ড স্যানিটাইজার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
২০১৬ সালে সাইবেরিয়া অঞ্চলে তরল সাবান খেয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছিল।
রাশিয়ায় পার্টিতে মদ ফুরোনোয় মত্ত অবস্থায় স্যানিটাইজার খেয়ে বেঘোরে মৃত্যু সাতজনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Nov 2020 02:10 PM (IST)
রাশিয়ায় হ্যান্ড স্যানিটাইজার পান করে সাত জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে কোমায় রয়েছেন আরও দুজন। ওই ব্যক্তিরা মদ ভেবে হ্যান্ড স্যানিটাইজার পান করেছিলেন।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -