নয়াদিল্লি: মায়ের বুকের দুধের মতো পুষ্টি আর কোনও খাদ্যেই নেই বলে ডাক্তাররা সদ্যোজাত, বেড়ে ওঠা বাচ্চাদের শুধু সেটাই খাওয়াতে বলেন। অনেক মহিলারই নিজের সন্তানের চাহিদা মেটার পরও দুধ বাড়তি হয়। তাঁরা অন্য মায়েদের সাহায্য করেন যাঁদের শারীরিক নানা কারণ যথেষ্ট দুধ হয় না।
কিন্তু সাইপ্রাসের এক মহিলা নিজের বাড়তি দুধ বিক্রি করছেন পুরুষ বডি বিল্ডারদের। রোজগার করছেন পাউন্ডে।
রাফেলা লামপ্রাউ নামে ওই মহিলার সাত মাস আগে ছেলে হয়। তার চাহিদা মেটার পরও দুধ বাড়তি হচ্চিল, কিন্তু মজুত করা রাখার পর্যাপ্ত জায়গা না হওয়ায় লামপ্রাউ অন্য মহিলাদের ডোনেট করতে থাকেন। এর মধ্যেই আচমকা তাঁর কাছে প্রস্তাব আসে, পুরুষ বলিবিল্ডারদের বুকের দুধের প্রয়োজন। তারা শরীর তৈরির জন্য নানা ধরনের সাপ্লিমেন্ট খাবার খায়। কিন্তু বুকের দুধ খেলে পেশীর জোর বাড়ে, এটা জানার পর তারা সাপ্লিমেন্ট ছেড়ে দুধ খাওয়া ধরেছে।
লামপ্রাউ দেখেন, এটা রোজগারের ভাল রাস্তা হতে পারে। তিনি দু লিটার দুধ বিক্রি করা শুরু করেন। প্রতি আউন্সের দাম ধরেন ৮৯ পাউন্ড। এপর্যন্ত প্রায় ৫০০ লিটার বুকের দুধ বেচে তিনি আয় করেছেন প্রায় ৪৫০০ পাউন্ড।
লামপ্রাউ একটি ওয়েবসাইট খোলেন এজন্য। সেখানে যে কোনও পুরুষই তাঁর কাছে দুধের অর্ডার দিতে পারে। দুধ কিনে নিয়ে তারা কী করে, তা নিয়ে কোনও মাথাব্যাথা নেই তাঁর। স্বামী, দুই ছেলেকে নিয়ে সুখের সংসারে লক্ষ্মীর ভাঁড়ার উপচে পড়ছে।
লামপ্রাউ বলছেন, সাইড বিজনেসটা 'দারুণ আকর্ষণীয়'!