এবার বাংলাদেশি মৌলবাদীদের শিকার হলেন প্রখ্যাত সাহিত্যিক জাফর ইকবাল, ভর্তি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Mar 2018 09:46 AM (IST)
ঢাকা: বাংলাদেশের বিখ্যাত মুক্তমনা সাহিত্যিক ও গবেষক মহম্মদ জাফর ইকবাল ছুরিকাহত হয়েছেন। গতকাল বিকেলে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর মাথায় উপর্যুপরি ছুরি মারে এক দুষ্কৃতী। তাঁকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিয়ে যাওয়া হয় ঢাকার হাসপাতালে। জানা গিয়েছে, এখন তাঁর অবস্থা শঙ্কামুক্ত। ওই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি অনুষ্ঠান চলছিল, সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের ভাই জাফর ইকবাল। মঞ্চে ওঠার সময় ফয়জুল রহমান নামে এক মাদ্রাসা ছাত্র তাঁর ওপর ছুরি নিয়ে হামলা চালায়। তাঁর মাথা, হাত ও পিঠে বারবার ছুরি মারে সে। গণধোলাই দিয়ে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত বলেছে, জাফর ইকবাল ইসলামের শত্রু। তাই তাঁকে হত্যা করতে তার এই হামলা। বাংলাদেশের ক্রমবর্ধমান জঙ্গিবাদ ও মৌলবাদী চিন্তাভাবনার বিরোধিতায় সর্বদা সরব কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইকবাল। দীর্ঘদিন ধরে তাঁকে হত্যার হুমকি দিচ্ছিল মৌলবাদীরা। ২০১৬ সালের অক্টোবরে তাঁর পাহারায় পুলিশ মোতায়েন করে সরকার। অথচ পাহারা চলাকালীনই তিনি আক্রান্ত হলেন।