ইতালিতে হারানো আংটি খুঁজে পেলেন মার্কিন মহিলা, ৯ বছর পর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Aug 2017 01:53 PM (IST)
প্রতীকী ছবি
নিউ জার্সি: জাস্টিন আর মার্গারেট মাসেল বিয়ে করেছিলেন ৯ বছর আগে। বিয়ের পরই মধুচন্দ্রিমায় ইতালিতে। সেখানে খোয়া যায় মার্গারেটের এনগেজমেন্ট রিং। তা ফের খুঁজে পেলেন তিনি, এই অগাস্টে, সেই ইতালিতে। জাস্টিন ও মার্গারেট আমেরিকার নিউ জার্সির বাসিন্দা। আশীর্বাদ অনুষ্ঠানে জাস্টিন স্ত্রীকে উপহার দেন ১.১ ক্যারাট হিরের ওই আংটিটি। তারপর তাঁরা ইতালি বেড়াতে আসেন। একদিন ঘুমিয়ে পড়েছিলেন মার্গারেট, ঘুম ভাঙার পর দেখেন, আঙুলে আংটি নেই। একটু ঢিলে ছিল, কখন পড়ে গিয়েছে খেয়াল করেননি। বিদেশে থাকায় বিমার টাকাও পাননি জাস্টিন-মার্গারেট। বেশ কয়েক বছর ধরে টাকা জমিয়ে জাস্টিন আবার স্ত্রীকে কিনে দেন নতুন একটি আংটি। তারপর ৯ বছর কেটে গিয়েছে। ওই দম্পতি এখন ২ সন্তানের বাবা মা। বাচ্চাদের নিয়ে ইতালির সান মার্কো দেই ক্যাভোতিতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। সেখানে মার্গারেটের বাবা মা বাড়ি কিনেছেন। বারান্দায় বিশ্রাম করছিলেন জাস্টিন, আচমকা দেখেন, রাস্তা দিয়ে যখনই গাড়ি যাচ্ছে, তখনই পাশের জমি থেকে একটা ঝলক ছিটকে আসছে। স্ক্রু ড্রাইভার নিয়ে তিনি নেমে পড়েন কী আছে সেখানে দেখতে। উদ্ধার হয় ৯ বছর আগে হারিয়ে যাওয়া এনগেজমেন্ট রিং। এখন তা মার্গারেটের আঙুলে দিব্যি বসে যাচ্ছে। তিনি জানিয়েছেন, দ্বিতীয় নয়, প্রথম আংটিটিই পরবেন। তাঁর জন্য রাস্তার ধারে ৯ বছর অপেক্ষা করেছিল যে!