ঢাকা: বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমেত দেশের সর্বোচ্চ নেতৃত্বের বৈঠকের পরদিনই কাশ্মীর প্রশ্নে ভারতকে সমর্থন জানাল বাংলাদেশ। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিষয়টি ভারতের ঘরোয়া ব্যাপার বলে জানিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা বজায় রাখা সব দেশের অগ্রাধিকার বলেও অভিমত তাদের।
বাংলাদেশের বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার এটাই অবস্থান যে, ভারত সরকারের ৩৭০ ধারা বাতিলের পদক্ষেপ ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশ নীতিগত ভাবেই সবসময় বলেছে যে, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন সব দেশেরই প্রথম লক্ষ্য হওয়া উচিত।
গত ৫ আগস্ট ভারতের জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা বাতিল, রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্তে পাকিস্তানের সঙ্গে সংঘাত, বিরোধ নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তান এ নিয়ে আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হলেও ভারত আমেরিকা সহ সবাইকে জানিয়ে দিয়েছে, কাশ্মীর তার ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়, এতে তৃতীয় পক্ষের কোনও ভূমিকাই নেই। সম্প্রতি সেই অবস্থান আরও জোরালো করে ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে আদৌ আলোচনা হলেও কাশ্মীর নিয়ে নয়, শুধু পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই হবে বলে জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল ভারতের ঘরোয়া ব্যাপার, বলল বাংলাদেশ
Web Desk, ABP Ananda
Updated at:
21 Aug 2019 03:37 PM (IST)
বাংলাদেশ নীতিগত ভাবেই সবসময় বলেছে যে, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন সব দেশেরই প্রথম লক্ষ্য হওয়া উচিত।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -