ইসলামাবাদ: ভারতের সঙ্গে বাণিজ্যের জন্য আফগান ব্যবসায়ীদের ওয়াঘা সীমান্ত ব্যবহার করতে দিতে হবে পাকিস্তানকে । তা না হলে মধ্য এশিয়ার সঙ্গে পাকিস্তানের ট্রানজিট রুট বন্ধ করার হুঁশিয়ারি দিল আফগানিস্তান। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানা গিয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানে নিযুক্ত ব্রিটেনের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। তিনি বলেছেন, পাকিস্তান যদি আফগান ব্যবসায়ীদের ওয়াঘা সীমান্ত ব্যবহারের অনুমতি না দেয়, তাহলে মধ্য এশিয়া বা অন্যান্য দেশগুলিতে রফতানির জন্য আফগানিস্তানের ট্রানজিট রুটগুলি ব্যবহারের সুযোগ পাকিস্তানকে দেওয়া হবে না।
ঘানির এই বিবৃতি আফগান প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে পোস্ত ভাষায় পোস্ট করা হয়েছে। তিনি বলেছেন, পাকিস্তান সহ অন্যান্য আঞ্চলিক দেশগুলিকে আর্থিক সহযোগিতার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে, এমন সমস্ত টেকনিক্যাল সমস্যা দূর করতে হবে। কিন্তু ইসলামাবাদ ফলের মরশুমে সাধারণত ট্রানজিট রুটগুলি বন্ধ করে দেয়। এতে, আফগান ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হচ্ছে বলেও ঘানি মন্তব্য করেছেন।
ঘানি বলেছেন, আফগানিস্তানের কাছে আন্তর্জাতিক বাণিজ্যের অনেক বিকল্প রয়েছে। ফল রফতানির জন্য আফগান ব্যবসায়ীদের আর্থিক শুল্ক সংক্রান্ত সুবিধা দিতে রাজি হয়েছে ভারত।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আফগান আধিকারিকরা বলেছেন, ওয়াঘা দিয়ে ভারতের সীমান্ত শহর আটারিতে পণ্য পৌঁছে দিতে আফগানিস্তান দীর্ঘদিন ধরেই পাকিস্তানের স্থলপথগুলি ব্যবহার করতে দেওয়ার দাবি জানাচ্ছে। কিন্তু পাকিস্তান এ ধরনের অনুমতি দিতে একেবারেই আগ্রহী নয়।
আফগান সূত্রের খবর, আফগানিস্তানে পণ্য, বিশেষ করে, তাজা ফল ওয়াঘায় আটকে যায়। সেগুলি সরাসরি আটারিতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। ওয়াঘায় ওই পণ্য গাড়ি থেকে নামিয়ে অন্য গাড়িতে তুলে আটারিতে নিয়ে যেতে হয়। ফলে পরিবহণ খরচ বাড়ার পাশাপাশি বহু ফল নষ্টও হয়ে যায়।
.
ভারতের সঙ্গে বাণিজ্যের জন্য ওয়াঘা সীমান্ত ব্যবহার করতে না দিলে পাকিস্তানের ট্রানজিট রুট বন্ধের হুঁশিয়ারি আফগানিস্তানের
ABP Ananda, web desk
Updated at:
11 Sep 2016 01:55 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -