ওয়াশিংটন: আফগানিস্তানের গচ্ছিত অর্থ যাতে তালিবানের দখলে চলে না যায়, তা নিশ্চিত করতে টাকা আটকে দেওয়ার সিদ্ধান্ত নিল আইএমএফ। মার্কিন সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বাইডেন প্রশাসনের চাপেই কড়া পদক্ষেপ নিয়েছে তারা। এর আগে আফগান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রায় সাড়ে নশো কোটি ডলার আটকে দেয় মার্কিন সরকার। পাশাপাশি, আমেরিকা থেকে আফগানিস্তানে সমস্ত রকম আর্থিক লেনদেনও বন্ধ করা হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বাস দিয়েছে, লক্ষ লক্ষ আফগান নাগরিকের কঠিন পরিস্থিতির কথা চিন্তা করে মানবিকতার স্বার্থে চিকিত্সা সংক্রান্ত সমস্ত সহায়তা বজায় থাকবে। 


আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে বাইডেন প্রশাসন।এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। আফগান নাগরিকদের জন্য সহায়তা চেয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে গতকাল কথা বলেন জো বাইডেন। এর পাশাপাশি, বাস্তব পরিস্থিতি জানতে আফগানিস্তানে মোতায়েন জাতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গেও কথা বলেন বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইতিমধ্যেই প্রায় ৫ হাজার নাগরিককে আফগানিস্তান থেকে উদ্ধার করেছে মার্কিন সেনা। 

'এভাবে আগে কোনওদিন মুখ পোড়েনি আমেরিকার' আফগানিস্তান ইস্যুতে বাইডেন সরকারের বিদেশ নীতি নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের দাবি, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল ছিল। এটা আমাদের দেশের পক্ষেও ভয়ঙ্কর পরিস্থিতি। কটাক্ষ ট্রাম্পের। অন্যদিকে, তালিবান-হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আফগানিস্তান থেকে সব মার্কিন নাগরিককে উদ্ধার না করা পর্যন্ত সে দেশে মোতায়েন থাকবে মার্কিন সেনা। এর পাশাপাশি, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে গতকাল কথা বলেন জো বাইডেন। এর পাশাপাশি, বাস্তব পরিস্থিতি জানতে আফগানিস্তানে মোতায়েন জাতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলেছেন বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আফগানিস্তান থেকে সব মার্কিন নাগরিককে উদ্ধার না করা পর্যন্ত সে দেশে মোতায়েন থাকবে মার্কিন সেনা। ঘরে-বাইরে চাপের মুখে সংবাদমাধ্যমের প্রশ্নর উত্তরে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।