নয়াদিল্লি: ভারতের হয়ে চরবৃত্তির অভিযোগ কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজার নিন্দা করছেন পাকিস্তানের নাগরিকরাই। অল ইন্ডিয়া রেডিও সূত্রে এমনই খবর। ভারতের সরকারি বেতারের পাক শ্রোতারা কূলভূষণের সাজার বিরোধিতা করে বার্তা পাঠাচ্ছেন। প্রতিদিন ১০০ থেকে ১৪০টি বার্তা আসছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া রেডিও-র এক আধিকারিক। সব বার্তাতেই কূলভূষণের সাজার নিন্দা করা হচ্ছে।


পাকিস্তানের সামরিক আদালত কূলভূষণের সাজা ঘোষণার পর থেকেই অল ইন্ডিয়া রেডিওতে নিয়মিত খবরের পাশাপাশি, খবর পর্যালোচনা, ধারাবিবরণীর পাশাপাশি বিশেষজ্ঞদের আলোচনাও চলছে। উর্দু, বালোচি, পস্তু, পঞ্জাবি, সিন্ধি ও সারিকি ভাষায় এই অনুষ্ঠানগুলি প্রচারিত হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানে। পাকিস্তানের শ্রোতারা এই অনুষ্ঠানগুলি শুনছেন। তাঁরা কূলভূষণের সাজার নিন্দায় মুখর। সবারই দাবি, সামরিক আদালতের এই রায় ইসলাম-বিরোধী। কারণ, ইসলামে ভ্রমণকারীদের বিশেষ মর্যাদা দেওয়া হয়। ইসলামে নিরপরাধ মানুষকে সাজা দেওয়া বিধান নেই। কূলভূষণের মৃত্যদণ্ড কার্যকর হলে দু দেশের সম্পর্ক আরও খারাপ হবে।

অল ইন্ডিয়া রেডিও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানের শ্রোতাদের সামনে ভারতের বক্তব্য তুলে ধরছে। জনমত গঠনের পাশাপাশি কূটনৈতিক স্তরেও পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করছে ভারত। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, কূলভূষণ নিরপরাধ। তাঁকে অপহরণ করা হয়েছে। তিনি যাতে ন্যায়বিচার পান, সেটা নিশ্চিত করার জন্য সবরকম চেষ্টা করবে ভারত। কূলভূষণের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সেটিকে পরিকল্পিত খুন বলেই ধরা হবে।