নয়াদিল্লি: ফের ইউরোপের আকাশে ওড়ার সময় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে ভারতের বিমানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এবার ঘটনার কেন্দ্রবিন্দুতে এয়ার ইন্ডিয়া। হাঙ্গেরির আকাশে ওড়ার সময় আমদাবাদ-লন্ডন-নেওয়ার্কগামী বিমানটির সঙ্গে এক ঘণ্টারও বেশি এটিসি-র সংযোগ ছিল না। বিমানটিতে ২৩১ জন যাত্রী ও ১৮ জন কর্মী ছিলেন। বিমানটির খোঁজে হাঙ্গেরির যুদ্ধবিমানকে নামানো হয়। শেষপর্যন্ত খোঁজ পাওয়া যায় এয়ার ইন্ডিয়ার বিমানের। সেটি নির্বিঘ্নে লন্ডনে উড়ে যায়।
এয়ার ইন্ডিয়ার এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, ‘৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত কীভাবে বিমানটির সঙ্গে এটিসি-র সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সে বিষয়ে আমাদের নিরাপত্তা বিভাগের প্রধান তদন্ত শুরু করেছেন। যে সময় সংযোগ বিচ্ছিন্ন ছিল, সেই সময় বিমানের গতি থাকার কথা ছিল ঘণ্টায় ৬০০ থেকে ৮০০ কিমি। ইউরোপের অন্তত দুটি দেশ পেরিয়ে যাওয়া উচিত ছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিমানের চালককে কাজে যোগ দিতে দেওয়া হবে না।’
এয়ার ইন্ডিয়া সূত্রে বলা হয়েছে, এটিসি-র সঙ্গে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার তিনটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, ইউরোপের আকাশে ওড়ার সময় ঘন ঘন ফ্রিকোয়েন্সি বদল করতে হয়। পাইলট হয়তো ফ্রিকোয়েন্সি ভুল করেছিলেন। দ্বিতীয়ত, পাইলটের হেডসেটের ভল্যুম হয়তো অত্যন্ত ক্ষীণ ছিল। ফলে তিনি এটিসি আধিকারিকদের কথা শুনতে পাননি। তৃতীয় যে সম্ভাবনার কথা উঠে আসছে, পাইলট হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। এই তিনটি সম্ভাবনার কথা মাথায় রেখেই শুরু হয়েছে তদন্ত।
২৩১ যাত্রী নিয়ে হাঙ্গেরির আকাশে এটিসি-র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন এয়ার ইন্ডিয়ার বিমানের, ছুটে গেল যুদ্ধবিমান
Web Desk, ABP Ananda
Updated at:
10 Mar 2017 08:41 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -