নিউ ইয়র্ক: ভিন গ্রহে যদি প্রাণের অস্তিত্ব থাকে, তাহলেও অন্তত দেড় হাজার বছরের আগে পৃথিবীর মানুষের সঙ্গে তাদের যোগাযোগ করার সম্ভাবনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা অন্তত এমনটাই বলছেন।

 

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক ইভান সলোমনিডস বলেছেন, ‘আমরা এখনও ভিন গ্রহের কোনও প্রাণীর জবাব পাইনি। কিন্তু তার মানে এই নয় যে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব নেই। মহাবিশ্ব এক অসীম রহস্য। ভবিষ্যতে যে কোনও সময় ভিন গ্রহ থেকে বার্তা আসতেই পারে। তবে আমার মনে হয়, ১,৫০০ বছর পরে সেই জবাব আসতে পারে।’

 

তবে দেড় হাজার বছর পরে ভিন গ্রহের বার্তা আসার অপেক্ষায় হাত-পা গুটিয়ে বসে থাকতে রাজি নন গবেষকরা। সলোমনিডস বলছেন, যতক্ষণ না অন্য গ্রহে জীবের সন্ধান পাওয়া যাচ্ছে, ততক্ষণ মানুষকেই মহাবিশ্বের একমাত্র প্রাণী বলে ধরে নিতে হবে। কিন্তু আমরা যদি অন্য গ্রহে প্রাণের সন্ধান বন্ধ করে দিই, তাহলে হয়তো কোনও সঙ্কেত বা বার্তা আমাদের অগোচরে থেকে যেতে পারে। তাই আমাদের সন্ধান চালিয়ে যেতে হবে।

 

সলোমনিডসের মতোই কর্নেল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গবেষকরাও ভিন গ্রহে প্রাণের আশা ছাড়তে নারাজ। প্রয়াত পদার্থবিদ এনরিকো ফার্মির মতে, মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ আছে। সেখানে প্রাণীর অস্তিত্ব থাকার সম্ভাবনা প্রবল। এখনও অন্য কোনও গ্রহে প্রাণ থাকার প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু সেই সম্ভাবনা আছে।

 

আবার ষোড়শ শতকের মহাকাশ বিজ্ঞানীরা বলেছিলেন, প্রাণের উপযোগী আবহাওয়া শুধু পৃথিবীতেই নেই। বহু গ্রহে এই ধরনের পরিবেশ থাকার সম্ভাবনা আছে। ফলে বেশ কিছুদিন অন্য গ্রহের প্রাণীরা পৃথিবীর দিকে নজর দেবে না। তারা অনেক পরে পৃথিবীর অস্তিত্ব টের পাবে।

 

এই দুই মতকে একত্রিত করে গবেষণা চালিয়ে যাচ্ছেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাঁরা আশা ছাড়তে নারাজ।