ওয়াশিংটন: বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু তিনিও তো রক্ত মাংসের মানুষ। সন্তানকে নিয়ে সাধারণ একজন বাবার যে আবেগ থাকে, ওবামারও সেই একই আবেগ আছে। তারই বহিঃপ্রকাশ দেখা গিয়েছে তাঁর বড় মেয়ে মালিয়ার স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে। মেয়েকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে দেখে আনন্দে কেঁদে ফেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
গত শুক্রবার ওয়াশিংটনের বিখ্যাত সিডওয়েল ফ্রেন্ডস স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেন ১৭ বছরের মালিয়া। এই অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর বাবা। সেখানেই কেঁদে ফেলেন ওবামা। তিনি নিজেই সেকথা জানিয়েছেন।
হোয়াইট হাউসে মহিলাদের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কেউ যাতে তাঁর চোখের জল দেখতে না পান, তার জন্য তিনি গাঢ় রংয়ের চশমা পরেছিলেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। কান্নার বেগ থামাতে গিয়ে তিনি শব্দ করে ফেলেন। সেই শব্দ শুনতে পেয়ে অনেকেই তাঁর দিকে তাকান। এরপর তিনি কান্না থামান।
ওবামার মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন মহিলাদের জন্য অসাধারণ সময় চলছে। সেই সময়ই তাঁর মেয়ে গ্র্যাজুয়েশন করলেন। সেই কথা ভেবেই তিনি কেঁদে ফেলেছিলেন।
মালিয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তবে আপাতত পড়াশোনা থেকে এক বছরের ছুটি নিচ্ছেন তিনি। আগামী বছর থেকে ফের পড়াশোনা শুরু করবেন। ওবামার ছোট মেয়ে সাশা দু বছর পরে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করবেন। সেই কারণে এ বছরের নভেম্বরে হোয়াইট হাউস থেকে তাঁদের বিদায় নিতে হলেও, ওয়াশিংটনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
বিশ্ববিখ্যাত সঞ্চালক ওপরা উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই মেয়ের ছোটবেলার কথা বলেছেন মিশেল। প্রথম দিন স্কুলে যাওয়া, বেড়ে ওঠার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মার্কিন প্রেসিডেন্টের মতোই ফার্স্ট লেডিও দুই মেয়েকে নিয়ে গর্বিত।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বড় মেয়ে গ্র্যাজুয়েট, কেঁদে ফেলেন ওবামা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2016 01:28 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -