ব্রাসিলিয়া: আমাজনের জঙ্গলে আগুন লাগার ঘটনায় এখনও অবধি ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে, মাথাপিছু জরিমানা করা হয়েছে ৮৭ লাখ ডলার। এক বিবৃতিতে জানাল ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রক।
নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে এখন যোগ দিয়েছেন সে-দেশের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। সেখানে গিয়ে তিনি আমাজনের জঙ্গলে বিধ্বংসী আগুনের ঘটনার পর সে-দেশের সার্বভৌমত্ব বজায় রাখার কথা ঘোষণা করেছেন। সারা বিশ্বের সমালোচনার মাঝেই তিনি অগাস্টে আমাজনের জঙ্গলে সামরিক অভিযান জারি রাখার কথা বলেন।
ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী ফার্নাদো অ্যাজিভেদো ই সিলভা জানিয়েছেন, আগুন নেভানোর জন্য এ-পর্যন্ত আমাজনের জঙ্গলে, স্থলপথে ৫৭১টি ও বায়ুপথে ২৫০টি অভিযান চালিয়েছে সামরিক বাহিনী।
ব্রাজিলের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের পরিসংখ্যান অনুসারে অগাস্টে ৩০,৯০১টি আগুন লাগার ঘটনা ঘটেছে, যা কিনা গত বছরের অগাস্টের তিনগুণ!
এখনও আগুনের গ্রাসে আমাজনের বিস্তৃত এলাকা। তবুও পরিসংখ্যান দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বোঝাতে চেয়েছেন, গড় হিসেবে আগুনের প্রকোপ সেপ্টেম্বরে কম।
বৃষ্টির স্বল্পতা আমাজনে আগুন লাগার একটি কারণ হলেও, এই বিপর্যয়ের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বাণিজ্যবান্ধব নীতিকেই দায়ী করেছেন পরিবেশবিদরা। তাঁদের অভিযোগ, ব্রাজিল সরকার জঙ্গলরক্ষায় বিশ্বাস করে না।
তুমুল সমালোচনার মুখে জি-৭ ভুক্ত ধনী গণতান্ত্রিক দেশগুলির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন ব্রাজিল প্রেসিডেন্ট। তাঁর দাবি, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলি টাকা দিয়ে ব্রাজিলের সার্বভৌমত্বকে কিনে নিতে চাইছে।