নয়াদিল্লি: এবার ১৬ বছরের ‘পরিবেশ যোদ্ধা’ গ্রেটা থুনবার্গের পাশে এসে দাঁড়ালেন প্রিয়ঙ্কা চোপড়া। গ্রেটার অ্যানিমেশন করা ভিডিওর কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। লিখেছেন, আমাদের মুখে এই দরকারি ঘুষিটা মারার জন্য ধন্যবাদ গ্রেটা থুনবার্গ। নিজের প্রজন্মকে এক মঞ্চে এনে তুমি আমাদের বুঝিয়ে চলেছ যে এই পৃথিবীকে বাঁচানোটা কতটা জরুরি। দিনের শেষে, এই গ্রহটাই তো শুধু আছে আমাদের।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ গ্রেটাকে কটাক্ষ করে টুইট করেছেন, বলেছেন, ভারী সুখী এক কিশোরী, যার ভবিষ্যৎ রীতিমত উজ্জ্বল।


কিন্তু রাষ্ট্রসঙ্ঘের ক্লাইমেট অ্যাকশন সামিটে গ্রেটার বক্তব্য আন্তর্জাতিক দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এ মাসে সৈরশক্তিতে চলা একটি নৌকায় চড়ে সুইডেন থেকে আমেরিকা গিয়েছেন গ্রেটা, ক্লাইমেট অ্যাকশন সামিটে যোগ দিতে। সময় লেগেছে ২ সপ্তাহ। তাঁর সঙ্গে যোগ দেন কাছাকাছি বয়সী আরও বহু পরিবেশপ্রেমী। কাঁদতে কাঁদতে গ্রেটা বক্তৃতা দিয়েছেন, মানুষ মরছে। গোটা পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা পুরোপুরি নিশ্চিহ্ন হতে যাচ্ছি। এই পরিস্থিতিতে কীভাবে আপনারা টাকাকড়ি আর আর্থিক উন্নতির সেই বস্তাপচা কথাগুলো নিয়ে আলোচনা করতে পারেন? কোন সাহসে এটা করছেন আপনারা?