ইস্তানবুল: তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা। পুলিশ ও সেনাদের একাংশের সংঘর্ষে মৃত পুলিশ অফিসার ও সাধারণ নাগরিক সহ ৬০, আহত ১৫০, সংবাদসংস্থা সূত্রে খবর। বন্দি সেনাধ্যক্ষকে উদ্ধার করল সরকারপন্থী সেনারা। পণবন্দি বেশ কয়েকজন সেনাকর্তা, দাবি বিদ্রোহী সেনাদের। রাস্তায় নেমে মোকাবিলার ডাক রাষ্ট্রপতির।বিদ্রোহী সেনারা দখল নিয়েছে ইস্তানবুল বিমানবন্দরের।


 



তুরস্কের পার্লামেন্টে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। সেনার সদর দফতরে বেশ কয়েকজন সামরিক কর্তাকে পণবন্দি করে রাখা হয়েছে, খবর সূত্রের। দফতরের সামনে চলছে গুলির লড়াই। আকাশে টহল দিচ্ছে যুদ্ধবিমান। তুরস্ক প্রশাসনের দাবি, সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করতে গ্রেফতার করা হয়েছে ১৩০ জনকে।

 




প্রসঙ্গত, তুরস্কে সেনাবাহিনীর একাংশের এধরনের চেষ্টা আন্তর্জাতিক মহলে মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানিয়েছেন, সেনাবাহিনীর একাংশ সেখানকার ক্ষমতাসীন সরকারকে ফেলে দেওয়ার জন্যেই এই চেষ্টা করছে।

 


বিদ্রোহী সেনাদের একাংশ দাবি করেছে, তাঁরা দেশের বেশিরভাগ অংশই দখল করে নিয়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সেতু, সড়কপথ। আঙ্কারা থেকে খুব কম সংখ্যায় বিমান উড়ছে। তবে এইধরনের বিদ্রোহকে ইলদিরিম-এর সরকার কখনওই সমর্থন করেন না। বিদ্রোহী সেনাদের রোখার জন্যে তাঁর সরকার সবরকমভাবে প্রস্তুত সেকথাও জানাতে ভোলেননি তুরস্কের প্রধানমন্ত্রী। তিনি  এই ধরনের আইনবিরুদ্ধ কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন । বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের দেশের প্রতিটি মানুষের জানা দরকার, গণতন্ত্রকে যাঁরা শেষ করার চেষ্টা করবেন, তাঁদের কঠিন শাস্তি পেতে হবে।



প্রসঙ্গত, বোসফোরাস প্রণালীতে তুরস্কের সঙ্গে ইউরোপ ও এশিয়ার যোগাযোগ স্থাপনকারী দুটি সেতুই বন্ধ করে দেওয়া হয়েছে। ইস্তানবুলের বিভিন্ন রাস্তায় যুদ্ধের ট্যাঙ্কও দেখা গিয়েছে। রাজধানী আঙ্কারায় গুলির শব্দ শোনা গিয়েছে। তবে সেখানকার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর্ডোগন নিরাপদ আছেন বলে জানা গিয়েছে। অ্যাটাটুর্ক আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, তুরস্কে বসবাসকারী ভারতীয়রা সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। তাঁদের রাস্তায় বেরোতে নিষেধ করা হয়েছে। খোলা হয়েছে দুটি হেল্প লাইন।