ওয়াশিংটন: চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে এক বিরল ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছিল বেশ কয়েক মার্কিন নাগরিক। প্রাথমিকভাবে তা বোঝা না গেলেও পরে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে একটি বিশেষ ব্র্যান্ডের অ্যারোমাথেরাপি স্প্রে থেকে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে সেখানে। মঙ্গলবার ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) নিশ্চিত করেছে যে ওয়ালমার্ট ইনকর্পোরেটেড থেকে বিক্রি করা একটি স্প্রে এই ভাইরাস ছড়িয়ে পড়ার নেপথ্যে রয়েছে। এর ফলে এই বছরের শুরুতে চারজনের মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়েছিল।


এও জানা যায় যে এই স্প্রে'টি ভারতে তৈরি হয়েছিল। প্রায় ৫৫টি দোকানে বিক্রিও হয়। ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ওয়ালমার্টের ওয়েবসাইটেও এই স্প্রে বিক্রি হয়। যদিও এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর পরই ওয়ালমার্ট তার ওয়েবসাইট থেকে প্রায় ৩ হাজার ৯০০টি বোতল সরিয়ে ফেলে। সে দেশের জনস্বাস্থ্য সংস্থা জানায় যে এই বোতলগুলি থেকেই ছড়িয়ে পড়েছে ব্যাকটেরিয়া। ওয়ালমার্ট মঙ্গলবার বলেছে যে তারা এ বিষয়ে সিডিসিকে তাদের তদন্তে সহায়তা করবে।


এক মার্কিন পাইকারি বিক্রেতার কথায়, "এই পণ্যটি সম্পর্কে গ্রাহকদের জানাচ্ছি। ইতিমধ্যেই কয়েক হাজার স্প্রে সরিয়ে ফেলা হয়েছে। তবে সিডিসি তদন্ত চালিয়ে যাওয়ার জন্য পণ্যটি বিক্রি বন্ধ করতে বলেছে। সেই তদন্তে সক্রিয়ভাবে থাকছি।" জানা গিয়েছে, মেলিওডোসিস (Melioidosis) নামের একটি বিরল ব্যাকটেরিয়া সংক্রমণ হচ্ছে। যা অনেকসময় মারাত্মক আকার ধারণ করতে পারে। এর বিজ্ঞানসম্মত নাম- Burkholderia pseudomallei। এটি সাধারণত গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতে পাওয়া যায়। জর্জিয়ায় অসুস্থ হয়ে পড়া এক রোগীর বাড়িতে গত সপ্তাহে এই ব্যাকটেরিয়াকে চিহ্নিত করেছে সিডিসির আধিকারিকরা।


এর যখন জেনেটিক বিশ্লেষণ করেছে বিজ্ঞানীরা, তখন দেখেছেন অন্যান্য রোগীর দেহে পাওয়া ব্যাকটেরিয়া স্ট্রেনের সঙ্গে মিলে যাচ্ছে। মার্চ থেকে কানসাস, মিনেসোটা এবং টেক্সাস অঞ্চলেও একাধিক রোগীর বাড়িতে এর উপস্থিতি পাওয়া গিয়েছে। এমনিতেই করোনা ভাইরাস নিয়ে এখনও চিন্তিত মার্কিন প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সম্পূর্ণ রোখা যায়নি সংক্রমণ। এরই মাঝে বিরল ব্যাকটেরিয়ার এই সংক্রমণ নতুন করে উদ্বেগ বৃদ্ধি করেছে সে দেশে।