ওয়াশিংটন: ফের ফ্লোরিডার নাইট ক্লাবে গুলি। এবারের হামলায় মৃত ২, জখম ১৬। তিনজনকে আটক করেছে পুলিশ।


মার্কিন সংবাদসংস্থা সূত্রে খবর, রবিবার রাতে (স্থানীয় সময়) ফোর্ট মায়ার্সের ‘ক্লাব ব্লু’ নাইটক্লাবে ভিড় করেছিলেন বহু টিনেজার (বয়স ১৩ থেকে ১৯)। মূলত, তাঁদের জন্যই এক বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল।

রাত সাড়ে ১২টা নাগাদ আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে ক্লাব-চত্বর। ভেতর থেকে চিৎকার ও আর্তনাদের শব্দ ভেসে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, অন্তত ৩০ রাউন্ড গুলি চলেছে।

পুলিশ জানিয়েছে, ২ জন নিহত হয়েছে। আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, ক্লাবের বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপরও এলোপাথারি গুলিবর্ষণ করেছে আততায়ী। সেখানেও একজন আহত হন। এই ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, মাত্র দেড়মাস আগেই একই ধরনের হামলার সাক্ষী হয়েছিল ফ্লোরিডাবাসী। গত ১১ জুন ফ্লোরিডার শহরতলি অরল্যান্ডোর ‘পালস’ নাইটক্লাবে নির্বিচার গুলিবর্ষণে ৪৯ জন মানুষের মৃত্যু হয়। জখম হন অনেকে।

আততায়ী আফগান বংশোদ্ভূত ওমর মতিনকে নিজেদের সৈনিক বলে দাবি করে জঙ্গি সংগঠন আইএসআইএস। মার্কিন পুলিশ এ-ও দাবি করে, হামলার সময় আপৎকালীন নম্বরে ফোন করে আইএস-যোগ স্বীকার করে আততায়ী।

এদিনের ঘটনা সেই স্মৃতি ফের একবার উস্কে দিল। একইসঙ্গে নাগরিকদের বন্দুক রাখার আইন নিয়ে বিতর্ককে ফের সামনে করে দিল।