নিউ ইয়র্ক: আজ রাতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক। এই বৈঠকে ফের কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তোলার চেষ্টা করছে চিন। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স জানিয়ে দিয়েছে, তারা চিনের এই আলোচনার প্রস্তাবের বিরোধী। এ বিষয়ে ফ্রান্সের অবস্থান বদলায়নি। ফ্রান্স মনে করে, দ্বিপাক্ষিক স্তরেই কাশ্মীর ইস্যুর সমাধান হওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়াও অতীতের মতোই এবারও কাশ্মীর ইস্যুতে আলোচনার প্রস্তাবের বিরোধিতা করবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার এবং রাজ্য ভাগের বিরোধিতা করেছে চিন। গত মাসেও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা করেছিল পাকিস্তানের বন্ধুরাষ্ট্রটি। কিন্তু ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বাধায় চিনের সেই প্রচেষ্টা ধাক্কা খায়। তবে তারপরেও একই চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন। আজকের বৈঠকে আফ্রিকার একটি দেশের বিষয়ে আলোচনা হওয়ার কথা। তবে এর সঙ্গে অন্য আলোচ্য বিষয় হিসেবে কাশ্মীর প্রসঙ্গ যুক্ত করার প্রস্তাব দিয়েছে চিন। যদিও এ বিষয়ে আলোচনা না হওয়ারই সম্ভাবনা।