পুয়ের্তো রিকোর বন্দরে ক্রুজের ১২ তলা থেকে দাদুর ‘হাত ফসকে’ প্রাণ গেল ১ বছরের শিশুর
Web Desk, ABP Ananda | 09 Jul 2019 06:22 PM (IST)
পুয়ের্তো রিকো পোর্ট অথরিটির তরফে জানানো হয়েছে, পুরো পরিবার ডাইনিং হলে একত্রিত হয়েছিলেন। সেখানেই দাদু নাতনিকে জানলার ধারে বসান।
সান জুয়ান: সপরিবার সমুদ্রসফরে বেরিয়েছিলেন। তিন ছেলে-মেয়ে, বাবা মায়েদের সঙ্গে নিয়ে ক্রুজযাত্রা দিব্য কাটছিল। হঠাতই ঘটে গেল অঘটন। ক্যারিবিয়ান সাগরে এক সপ্তাহ ভেসে বেড়ানোর পর পুয়ের্তো রিকোর রাজধানী শহর সান জুয়ানে নোঙর করেছিল জাহাজটি। সেখানেই ডাইনিং হলে একত্রিত হয়েছিল ইন্ডিয়ানার উইগ্যান্ড পরিবার। সেখানেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। মাত্র ১ বছরের নাতনি পড়ে যায় দাদুর হাত থেকে। ক্রুজের বারো তলা থেকে নীচে পড়ার পর প্রাণে বাঁচেনি শিশুটি। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ সন্তানহারা পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, তদন্ত শেষ না হওয়া অবধি মার্কিন এলাকাতেই রাখা হবে শিশুটির দেহ। ইন্ডিয়ানার বাসিন্দা পরিবারটি এখন শোকস্তব্ধ। তাই পরিবারের কারও সাথে কথা বলা সম্ভব হয়নি। মৃত শিশুর দাদুর ভূমিকা নিয়ে তদন্ত চলছে। পুয়ের্তো রিকো পুলিশের তরফে একটি টেলিভিশন চ্যানেলকে বলা হয়, ওই শিশুর দাদু তাকে জানলার বাইরে ধরেছিলেন। কিন্তু এই বক্তব্যে সায় দেয়নি সাউথ বেন্ড পুলিশ। পুয়ের্তো রিকো পোর্ট অথরিটির তরফে জানানো হয়েছে, পুরো পরিবার ডাইনিং হলে একত্রিত হয়েছিলেন। সেখানেই দাদু নাতনিকে জানালার ধারে বসান। এখন জানালাটি আগে থেকেই খোলা ছিল, নাকি ওই পরিবারেরই কেউ জানালাটি খোলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।