ইসলামাবাদ ও কোয়েটা: প্রাক্তন বালুচ জাতীয়তাবাদী নেতা নবাব আকবর খান বুগতি হত্যা মামলায় প্রাক্তন পাক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুরারফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বালুচিস্তান হাইকোর্ট। উল্লেখ্য, ২০০৬-এ সামরিক অভিযানে মৃত্যু হয়েছিল গুগতির।
বুগতি হত্যা মামলায় সন্ত্রাসদমন আদালত ইতিমধ্যেই বেকসুর খালাস দিয়েছে ৭৩ বছরের প্রাক্তন প্রেসিডেন্টকে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। বুগতির ছেলে নবাবজাদা জামিল বুগতির রিভিউ পিটিশনের শুনানিতে বালুচিস্তান হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি মুশারফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
মুশারফের আইনজীবী আদালতে আর্জি জানান যে, নিরাপত্তাজনিত কারণে হাজিরা দিতে অপারগ প্রাক্তন প্রেসিডেন্ট। কিন্তু বুগতির ছেলের আইনজীবী অভিযোগ জানান, বারবার সমন সত্ত্বেও আদালতে হাজিরা দেননি মুশারফ।
মুশারফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বালুচিস্তান হাইকোর্টের
ABP Ananda, web desk
Updated at:
28 Nov 2016 07:25 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -